এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রেমাল দাপটের মাঝেই বড় সুখবর, আতঙ্ক কাটিয়ে উড়ান পরিষেবা চালুর সিদ্ধান্ত!

রেমাল দাপটের মাঝেই বড় সুখবর, আতঙ্ক কাটিয়ে উড়ান পরিষেবা চালুর সিদ্ধান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে রবিবার রাতভর দাপট চালানোর পর ধীরে ধীরে রেমালের আতঙ্ক ভুলতে চলেছে শহরবাসী। এই ভয়ংকর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়ার পরেই বাড়তি সতর্ক ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। যেখানে গতকাল থেকেই বিমানবন্দের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ সকাল হতে না হতেই দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ফের বিমান চালুর কথা জানিয়ে দেওয়া হলো।

সূত্রের খবর, রবিবার রাতভর তান্ডব চালিয়েছে রেমাল নামক ঘূর্ণিঝড়। স্বাভাবিকভাবেই যারা বিমান করে দূরে কোথাও যাবেন, তারাও রীতিমতো চিন্তার মুখে পড়ে গিয়েছিলেন। বিমান পরিষেবা যেভাবে বন্ধের কথা ঘোষণা করেছিল কর্তৃপক্ষ, তাতে অনেকের মধ্যেই আশঙ্কা বাড়ছিল। তবে সকাল হতে না হতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরেই দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে খুশির খবর শোনানো হলো। জানিয়ে দেওয়া হলো, বিমান পরিষেবা আবার চালু করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই রেমালের আতঙ্ক যে ধীরে ধীরে কাটিয়ে উঠতে চলেছে শহর কলকাতা, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!