এখন পড়ছেন
হোম > জাতীয় > সূরাপ্রেমীদের জন্য নয়া খবর, নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের! জেনে নিন!

সূরাপ্রেমীদের জন্য নয়া খবর, নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের! জেনে নিন!


করোনা ভাইরাসকে আটকানোর জন্য এবং সামাজিক দূরত্ব পালন করতে অনেকদিন ধরেই সারাদেশে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যে কিছু দোকান খোলা রাখা হলেও, বন্ধ রাখা হয়েছিল মদের দোকান। যার জেরে কার্যত গৃহবন্দি থেকে সুরাপ্রেমী জনসাধারণের মন অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু করোনা ভাইরাস কিছুটা হালকা হওয়ার পরেই আবার লকডাউনের কথা ঘোষণা হলেও বেশ কিছু ক্ষেত্রে শিথিলতার কথা ঘোষণা করে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার।

যার ফলে বেশকিছু রাজ্যে মদের দোকান খুলতে দেখা যায়। আর দীর্ঘদিন লকডাউন থাকার ফলে সূরা প্রেমী জনসাধারণ মদ্যপান করতে না পারায় মদের দোকান খোলার সাথে সাথেই ভিড়ের হিড়িক পড়ে যায়। মুহুর্তের মধ্যে ভেঙে যায় লকডাউন আইন। আর করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য এতদিন লকডাউন হলেও, কেন হঠাৎ করেই এই মদের দোকান খুলতে হল, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করে প্রশ্ন।

এমনকি লকডাউনের মধ্যে মদ বিক্রি বন্ধের আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পিআইএল। আর পিআইএল শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার পরেই নানা মহলে তীব্র গুঞ্জন শুরু হয়। সূরা প্রেমীদের মনে তৈরি হয় আশঙ্কা। তাহলে কি এবার মদের দোকান বন্ধ হয়ে যাবে? আর নানা মহলে যখন এই আশঙ্কা চলছে, ঠিক তখনই সূরা প্রেমীদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, এদিন বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কৃষ্ণ কউল, বিআর গাভাইয়ের বেঞ্চ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানায়, “আমরা কোনো নির্দেশ দিচ্ছি না। কিন্তু রাজ্যগুলো মদের হোম ডেলিভারি বা পরোক্ষভাবে বিক্রি করার বিষয়টি ভাবতে পারে। কারণ বর্ধিত লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাটা জরুরি। যেভাবেই হোক তা মানতে হবে।”

অর্থাৎ সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে মদ বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার পক্ষে সুপ্রিম কোর্ট যে পরিষ্কারভাবে কিছু বলল না এবং এর ফলে সূরাপ্রেমীরা যে কিছুটা হলেও স্বস্তি পেলেন, তাতে একপ্রকার নিশ্চিত সকলে। জানা গেছে, এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কার্যত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে, রাজ্যগুলো নিজেদের মত করেই মদ বিক্রি করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গত 25 মার্চ দেশে লকডাউনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই সমস্ত মদের দোকান বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘদিন লকডাউন চলার পর তৃতীয় ধাপে এসে বিভিন্ন এলাকা রেড, অরেঞ্জ এবং গ্রীনজনে ভাগ হওয়ার পর যে সমস্ত জায়গায় বেশি সংক্রমণ নেই, সেই সমস্ত জায়গায় কিছু কিছু দোকান খোলার অনুমতি দেওয়া হয় সরকারের তরফ থেকে। আর তারই অঙ্গ হিসেবে বেশ কিছু জায়গায় মদের দোকান খোলা হয়। তবে এই মদের দোকান খোলার পরেই তা নিয়ে প্রশ্ন তোলেন একাংশ। যার ফলে গোটা বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়।

কিন্তু এবার দেশের শীর্ষ আদালত মদ বিক্রি বন্ধের পক্ষে তেমনভাবে সায় না দিলেও, লকডাউন পদ্ধতি যে মানতে হবে এবং সামাজিক দূরত্ব যে মানতে হবে, তার ব্যাপারে স্পষ্ট ভাষায় নিজেদের মতামত জানিয়ে দিল। আর গোটা ঘটনায় এখন সূরা প্রেমীদের যে কিছুটা হলেও চিন্তা কমল, সেই ব্যাপারে নিশ্চিত সকলে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!