এখন পড়ছেন
হোম > জাতীয় > আরএসএসের দেওয়া ইফতার পার্টি প্রথমে কথা দিয়েও পরে বয়কট করলেন সংখ্যালঘুরা

আরএসএসের দেওয়া ইফতার পার্টি প্রথমে কথা দিয়েও পরে বয়কট করলেন সংখ্যালঘুরা

মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে রাষ্ট্রীয় স্বয়ং সেবকদের আয়োজন করেছে একটি ইফতার পার্টির। কিন্তু সেই  ইফতার পার্টিতে অংশ গ্রহণ করবেন না কোনো মুসলিম। জানা গিয়েছে, ৩০টি ইসলামিক দেশের মুসলিমদের এই ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রনে সাড়া দিয়ে যে ১০০ জন মুসলিম এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে তাঁদের সমালোচনায় বিদ্ধ করছেন অ-মুসলিম সম্প্রদায়রা। জানা যাচ্ছে আরএসএসের শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই ইফতার পার্টির আয়োজন করেছে । সেখানে মোট ২০০ জন মুসলিম নাগরিককে এই মহা ইফতার পার্টিতে আমন্ত্রন করা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে আরএসএসের জাতীয় আহ্বায়ক বিরাগ পাঁচপোরে বললেন, ” আরএসএসকে নিয়ে সংখ্যালঘুদের মধ্যে যে ভুল-বিভ্রান্তিকর ধারণা রয়েছে, তা দূর করতেই এই ইফতার পার্টির আয়োজন। আরএসএস যে কোনও জাতি-ধর্মের বিরুদ্ধে নয় তা এই ইফতারের মাধ্যমে সকলকে বুঝিয়ে দিতে হবে।”  একই সাথে তিনি দলের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বললেন ” সত্যটা হল, দেশের মধ্যে আরএসএস শান্তি, সাফল্য ও ভাইচারার বার্তা ছড়িয়ে দিতে চায়।” অবশ্যবেশ কিছু মুসলিম সংগঠন এদিনের ইফতার পার্টির আমন্ত্রণ প্রত্যাখান করেছে । মুসলিম সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে ,” ডান-পন্থীদের ডাকা ইফতার পার্টিতে না যাওয়াই উচিত মুসলিমদের। মুসলিম-বিরোধী সংগঠন আরএসএস।” এছাড়াও ঐ সংগঠনগুলির দাবি করে, “২০১৯ সালে লোকসভা নির্বাচনে মুসলিমদের ভোট পেতেই এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এমনিতেই মুসলিমদের ওপর লাভ জিহাদ ও গোরক্ষার নাম করে কম অত্যাচার করছে না আরএসএস। তাই সোমবারের ইফতার পার্টিতে মুসলিমরা যাবেন না। আমাদের পক্ষ থেকে অন্য সংগঠনদেরও না যাওয়ার উপদেশ দেওয়া হবে।’‌’

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!