এখন পড়ছেন
হোম > জাতীয় > আরএসএস ও গেরুয়া শিবিরের সংঘাত মেটাতে এবার নয়া পদক্ষেপ, তীব্র জল্পনা জাতীয় রাজনীতিতে

আরএসএস ও গেরুয়া শিবিরের সংঘাত মেটাতে এবার নয়া পদক্ষেপ, তীব্র জল্পনা জাতীয় রাজনীতিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরের কাছে এখন প্রথম ও প্রধান লক্ষ্য 2024 এর লোকসভা নির্বাচন। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসাই এই মুহূর্তে অন্যতম চ্যালেঞ্জ বিজেপির কাছে। কিন্তু তার আগেও বেশ কয়েকটি হার্ডল পেরোতে হবে গেরুয়া শিবিরকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু উত্তরপ্রদেশ নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু সমস্যার উদ্রেক হয়েছে। তার মধ্যে অন্যতম হলো আরএসএস-এর সঙ্গে গেরুয়া শিবিরের সংঘাত। আর এই সংঘাত মেটাতেই এবার নয়া পদক্ষে। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। কার্যত উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে গেরুয়া শিবিরের কাছে প্রি টেস্ট।

এই টেস্টে পাস করা বিজেপির কাছে অন্যতম চ্যালেঞ্জ। বরাবরই আরএসএস এর ঘরের লোক বলেই পরিচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যেভাবে রাজ্য শাসন করেছেন, তা নিয়ে সমালোচনা হয়েছে দেশের সর্বত্র। দলিত খুন,ধর্ষণ, মুসলমান হত্যা, লাভ জিহাদ এগুলো তো ছিলই, তার সঙ্গে নতুন যোগ হয়েছে করোনা মোকাবিলায় যোগী সরকারের ব্যর্থতা। কার্যত দ্বিতীয়বারের করোনা পরিস্থিতিতে উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে চূড়ান্ত অস্বস্তির মুখোমুখি হতে হয়েছে দিল্লি সরকারকে। এই অবস্থায় বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। আর তা নিয়েই চিন্তিত আরএসএস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই আরএসএসের পক্ষ থেকে গেরুয়া শিবিরকে সাংগঠনিক দোষারোপ করা শুরু হয়েছে। একদিকে যোগী আদিত্যনাথের ওপর সংঘের নিয়ন্ত্রণের থেকে বেশি মোদি সরকারের নিয়ন্ত্রণ থাকায় আরএসএস শিবিরে একটা বিরক্তির পরিবেশ তৈরি হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতাজনিত পরিস্থিতির সুযোগে সংঘ পরিবার যে ময়দানে নেমেছে, তা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ মোদি শাহ জুটি। পরিস্থিতি যখন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক সেসময় এতদিন পর্যন্ত উত্তরপ্রদেশে আরএসএস এবং বিজেপির মধ্যে যিনি সমন্বয়ের কাজ করছিলেন সেই কৃষ্ণগোপালকে সরিয়ে দেওয়া হল।

এই ঘটনা জাতীয় রাজনীতিতে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি করেছে। এবার নতুন সমন্বয়কারী হিসেবে নিয়ে আসা হল অরুণ কুমারকে। এহেন অরুণ কুমারের নাম সামনে আসে গত 2019 সালের সংবিধানের 370 এবং 35 এর এ ধারার অবলুপ্তির পরিপ্রেক্ষিতে আরএসএস এর প্রচার কর্মসূচী পরিচালনার সূত্রে। এই অবস্থায় আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে নতুন সমন্বয়কারী হিসেবে অরুণকুমার আরএসএস এবং বিজেপির মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা মেটাতে কতটা সক্ষম হন, সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!