এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসকদলকে খুশি করতে ‘অতি সক্রিয়তা’ দেখিয়েই কি পদ গেল পুলিশ সুপারের?

শাসকদলকে খুশি করতে ‘অতি সক্রিয়তা’ দেখিয়েই কি পদ গেল পুলিশ সুপারের?


পুরুলিয়ার বিজেপি কর্মী মৃত্যুর অল্প সময়ের মধ্যেই নবান্ন সিআইডি তদন্তের নির্দেশ দেয়। তখনও বিজেপি কর্মীর মৃতদেহের ময়নাতদন্ত অবধি হয়নি তার আগেই পুরুলিয়া জেলার পুলিশ সুপার দায়িত্ব নিয়ে ঘোষনা করেন  বিজেপি কর্মী দুলাল কুমার আত্মহত্যা করেছেন। আর সংবাদ মাধ্যমকে এই মন্তব্য করার কয়েক ঘন্টার মধ্যেই পুরুলিয়ার পুলিশ সুপারের পদ থেকে অপসারিত হলেন জয় বিশ্বাস। তাঁর পরিবর্তে জেলা সুপারের দায়িত্ব পেলেন  সিআইডি-র স্পেশাল সুপার পদাধিকারী আকাশ মাঘারিয়া। বিজেপি দলের দু’ই কর্মী ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের মৃত্যুর জন্যে যখন রাজ্যের শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতিদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই সময়ে জেলা পুলিশ সুপারের  এমন আলটপকা মন্তব্য শাসক স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে দ্বিধা তৈরী করে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তদন্ত , ময়নাতদন্ত কোনোটাই সম্পূর্ণ না হওয়ার আগে পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক করে এমন মন্তব্য নবান্নেও ক্ষোভের সঞ্চার করে। উল্লেখ্য এর আগেও ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাতেও জয় বিশ্বাস বলেছিলেন, “পারিবারিক গোলযোগেই ত্রিলোচন নিহত হয়েছেন।” এই ঘটনায় শাসক দলের অন্দরেও অসন্তোষ তৈরী হয় মূলত এই কারণে যে তদন্তের দায়িত্ব যেখানে পুলিশের কাছ থেকে সরিয়ে সিআইডি তে দেওয়া হয়েছে, তদন্ত যখন সম্পূর্ণ ও হয়নি তখন একটি জেলার দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিক কী করে এইরকম অবিবেচকের মতো কথা বলেন ! প্রসঙ্গত এই দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে সাড়া ফেলেছে। বিজেপির বিভিন্ন নেতা সোস্যাল মিডিয়ায় সরব হয়েছেন । এমনকি  কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে এই কঠিন পরিস্থিতিতে চাপে পড়ে নবান্ন তদন্তের নিরপেক্ষতা বজায় রাখার বার্তা দেওয়ার উদ্দেশ্যেই পুলিশ সুপারের বদলি করলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!