এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > সাজানো হয়ে গেছে ঘুঁটি? বাংলার ৫ নেতাকে ৫ জোনের দায়িত্ব দিয়ে ফিরছেন বিজেপির ‘বহিরাগত’ নেতারা?

সাজানো হয়ে গেছে ঘুঁটি? বাংলার ৫ নেতাকে ৫ জোনের দায়িত্ব দিয়ে ফিরছেন বিজেপির ‘বহিরাগত’ নেতারা?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলাকে পাখির চোখ করে যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সর্বভারতীয় পাঁচ নেতাকে বাংলার দায়িত্ব দিয়েছিল, তখন থেকেই প্রশ্ন তোলা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য ছিল, বাংলা দখল করতে কেন বহিরাগত মুখ আনতে শুরু করেছে বিজেপি? কেন তাদের বাংলার জন্য গ্রহণযোগ্য মুখ নেই! স্বভাবতই এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তবে এবার তৃণমূলের এই প্রচার যাতে দীর্ঘায়িত না হয়, তার জন্য বাংলার ভোট বাংলার নেতাদের দিয়ে করানোর উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, ইতিমধ্যেই সর্বভারতীয় ক্ষেত্রে ৫ নেতা যে ৫ টি জোনের দায়িত্ব পেয়েছিলেন, তারা বাংলার পাঁচ নেতাকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন। যেখানে উত্তরবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে সায়ন্তন বসুকে, রাঢ়বঙ্গ রাজু বন্দ্যোপাধ্যায়, নবদ্বীপ বিশ্বপ্রিয় রায়চৌধুরী, মেদিনীপুর জ্যোতির্ময় সিংহ এবং কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় সিংহকে। আর এখানেই প্রশ্ন, তাহলে কি তৃণমূলের বহিরাগত মন্তব্য থেকে পিছু হটতে বিজেপির পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হল! সর্বভারতীয় নেতারা সেভাবে সক্রিয় না হয়ে, পাঁচটি জোনের দায়িত্ব বাংলার পাঁচ নেতাকে দিয়ে বুঝিয়ে দিলেন যে, বাংলার ভোট করাবেন বাংলার নেতারাই!

এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা সুনীল দেওধর বলেন, “বাংলার নেতারাই ভোট পরিচালনা করবেন। প্রয়োজনমত অন্য রাজ্য থেকে অনেকে আসতে পারেন। এটা বিজেপির পরম্পরা।” অর্থাৎ একদিকে বাংলার নেতাদের মধ্যে পাঁচটি জোনের দায়িত্ব বন্টন করে দিলেও, অন্য রাজ্য থেকে নেতারা এসে যে গেরুয়া হাওয়াকে তীব্র করতে পারেন, সেই ব্যাপারে আভাস দিয়ে রাখলেন এই সর্বভারতীয় বিজেপি নেতা। তবে অনেকে বলছেন, বাংলার পাঁচ নেতাকে পাঁচটি জোনের দায়িত্ব দেওয়া হলেও সর্বভারতীয় বিজেপির পক্ষ থেকে এই গোটা বিষয়ের উপর খুব সূক্ষ্মভাবে নজর রাখা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ অমিত শাহের পক্ষ থেকে কিছুদিন আগেই পাঁচ সর্বভারতীয় বিজেপি নেতাকে রাজ্যের পাঁচটি জোনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারপরই এই বিষয় নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। যার ফলে এবার বাংলায় বিজেপি নেতাদের মুখ করে পেছন থেকে নজর রাখার উদ্যোগ নিল কেন্দ্রীয় বিজেপি।এদিকে বিশেষ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বিজেপি বাংলার প্রতি এতটাই মনোযোগী যে, প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে এবার ভিন রাজ্যের নেতাদের দায়িত্ব দেওয়া হতে পারে।

অর্থাৎ কোনোভাবেই এবার বাংলার সংগঠন ভেঙ্গে পড়তে দিতে নারাজ কেন্দ্রীয় বিজেপি। কেননা এটাই তাদের কাছে চরম সুযোগ। তাই সেই সুযোগের সদ্ব্যবহার করে আগামী 2021 এ জয়লাভ করা এখন বিজেপির কাছে প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই বাংলার নেতাদের পাশাপাশি “বহিরাগত” অর্থাৎ সর্বভারতীয় বিজেপি নেতাদের রাজ্যে এনে সংগঠনকে চাঙ্গা করে সঠিক রিপোর্ট নিতে চাইছেন অমিত শাহ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!