এখন পড়ছেন
হোম > জাতীয় > সংসদের উদ্দেশ্যে ট্রাক্টর যাত্রা, বড় পদক্ষেপ কৃষক সমাজের! চাপে কেন্দ্র!

সংসদের উদ্দেশ্যে ট্রাক্টর যাত্রা, বড় পদক্ষেপ কৃষক সমাজের! চাপে কেন্দ্র!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  যে কৃষি আইন নিয়ে আপত্তি তৈরি হয়েছিল ভারতীয় কিষান ইউনিয়নের নেতৃত্বদের, যার পরিপ্রেক্ষিতে তারা দীর্ঘদিন আন্দোলনে বসেছিলেন, অবশেষে সেই কৃষি আইন প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সেই আইন বাতিল করার কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তার পরেও কৃষক বিদ্রোহ যেন কমছে না কিছুতেই। এবার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার দিনেই 60 টি ট্রাক্টর মিছিল করে সংসদের উদ্দেশ্যে যাওয়ার হুঁশিয়ারি দিল ভারতীয় কিষান ইউনিয়ন।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে নিজেদের হুঁশিয়ারির কথা জানিয়ে দিয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়ন। তাদের বক্তব্য, অন্যান্য জিনিসের পাশাপাশি ফসলের জন্য যে ন্যূনতম সহায়ক মূল্য রয়েছে, তা যাতে গ্রহণ করা হয়, তার কারণেই তাদের এই সিদ্ধান্ত। আর সেই জন্যই লোকসভার অধিবেশন শুরু হওয়ার দিনেই তারা একাধিক ট্রাক্টর নিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দেবে। অর্থাৎ সরকারকে চাপে রেখে যাতে ন্যায্য মূল্য পাওয়া যায়, তার জন্যই ভারতীয় কিষান ইউনিয়নের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, “হাজার সংখ্যক লোক সংসদের উদ্দেশ্যে যাবে। আগের বারের মতো মাত্র 200 জন নয়। আমরা এমএসপি ইস্যুতে সরকারের জবাবের অপেক্ষা করছি। তাছাড়া গত এক বছর ধরে যে সমস্ত ঘটনা ঘটছে, যার জন্য 750 জন প্রাণ হারিয়েছেন, তারও দায় সরকারকে নিতে হবে। আমাদের আন্দোলন, সরকারের সঙ্গে কথা বলা। আমরা সোজা সংসদে যাব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই ভারতীয় কিষান সমাজের পক্ষ থেকে এই কথা বলার পরেই নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে, তাহলে আবার কি কৃষক বিদ্রোহের জেরে চাপে পড়তে চলেছে কেন্দ্রীয় সরকার? লোকসভার অধিবেশন শুরুর দিনেই যদি কৃষকরা এই পদক্ষেপ গ্রহণ করে, তাহলে যে চাপ বাড়বে দেশের শাসক দলের, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!