এখন পড়ছেন
হোম > অন্যান্য > সংক্রমণ ফের বাড়ছে করোনার আঁতুড়ঘর চীনে, উড়ান বন্ধ সহ একাধিক কঠোর ব্যবস্থা জারি

সংক্রমণ ফের বাড়ছে করোনার আঁতুড়ঘর চীনে, উড়ান বন্ধ সহ একাধিক কঠোর ব্যবস্থা জারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহর থেকে শুরু হয় করোনার সংক্রমণ। অল্প সময়ের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তবে,কয়েক মাস পর থেকে চীনে সংক্রমণ ক্রমশ কমে আসতে থাকে। কঠোরভাবে গনহারে করোনা পরীক্ষা, দ্রুত কোয়ারেন্টাইন ইত্যাদির দ্বারা সেদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু সম্প্রতি আবার চীনে সংক্রমণ বাড়তে শুরু করেছে। চীনের একের পর এক শহরে তীব্রভাবে বাড়তে শুরু করেছে সংক্রমণ।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে জানানো হয়েছে যে, এখনো পর্যন্ত চীনের মোট ১৫ টি শহরে করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে। যার মধ্যে অন্যতম হলো চীনের রাজধানী বেজিং। জানানো হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে সংক্রমণ শুরু হয়ে যাবার কয়েক সপ্তাহ পর, চীনে এতটা ভয়াবহ সংক্রমণ হতে দেখা যায়নি। চীনের মোট পাঁচটি প্রদেশ, বেজিং পুরসভার অন্তর্গত এলাকা থেকে সংক্রমনের সন্ধান পাওয়া গেছে বলে, জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনার ডেল্টা ভেরিয়েন্ট থেকে এই সংক্রমণ চীনে ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। চীনের নাঞ্জিং বিমানবন্দর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের ৯ জন সাফাই কর্মী প্রথমে করোনা আক্রান্ত হন। এরপর সেই এলাকার বেশ কিছু স্থানীয় ব্যক্তি আক্রান্ত হন। এরপর চীনের হুনান প্রদেশে সংক্রমণ বাড়তে শুরু করে। এরপর নাঞ্জিং বিমানবন্দরে পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। সেইসাথে একাধিক কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ডেল্টা ভেরিয়েন্ট বিশ্ববাসীকে নতুন করে বিপদে ফেলে দিয়েছে। গত সপ্তাহে ৪০ লক্ষ সংক্রমণ দেখা গেছে বিশ্বজুড়ে। আগামী দু-সপ্তাহের মধ্যে তা ২০ কোটি ছাড়িয়ে যেতে পারে, সেইসাথে বাড়বে মৃত্যু। আফ্রিকাতে মৃত্যুহার ইতিমধ্যেই ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেল্টা ভেরিয়েন্ট পৃথিবীর মোট ১৩২ টি দেশে ছড়িয়ে পড়েছে। যা থেকে আবার বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!