এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সারদা কেলেঙ্কারির ‘প্রাণভোমরা ‘ লাল ডায়েরি আর পেনড্রাইভ কোথায়? দেবযানী কি বললেন জেনে নিন

সারদা কেলেঙ্কারির ‘প্রাণভোমরা ‘ লাল ডায়েরি আর পেনড্রাইভ কোথায়? দেবযানী কি বললেন জেনে নিন

সারদা কেলেঙ্কারির ‘প্রাণভোমরা ‘ হলো ‘ লাল ডায়েরি, পেনড্রাইভ .যা আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সেটা কোথায়? এই নিয়ে একাধিকবার সুদীপ্ত সেনকে জেরা করেছে সিবিআই।কিন্তু তিনি একটায় উত্তর দিয়েছেন তা হলো তিনি জানেন না। একইরকমভাবে লাল ডায়েরি আর পেনড্রাইভের প্রশ্নে নীরব রইলেন সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সারদা মামলায় আজ বুধবার বারাসতের বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন দেবযানী মুখোপাধ্যায়। আর সেই সময় তাঁকে সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।  ‘গত, ৫ ফেব্রুয়ারি সুদীপ্ত সেন বারাসতে বিশেষ আদালতে হাজিরা দিতে এসেছিলেন । তখন তাঁকেও ‘মিসিং’ লাল ডায়েরি ও পেনড্রাইভ নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

তখন তিনি জানান যে,”লাল ডায়েরি কোথায়, আমি জানি না। আমি বারংবার বলে এসেছি সারদা সম্পর্কিত লাল ডায়েরি বা নথি কোথায় আছে আমার জানা নেই। এখনও তাই বলছি। তবে আমি অভিযুক্ত, আমার কথা শুনবে কে?”ফলে এখনো সেই প্রাণভোমরার খোঁজ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!