এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্কুল কলেজ খোলার জন্য অভিনব পদক্ষেপ ! ক্লাস করালেন অধ্যাপিকা

স্কুল কলেজ খোলার জন্য অভিনব পদক্ষেপ ! ক্লাস করালেন অধ্যাপিকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করণা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ বর্তমানে করোনার দ্বিতীয় পর্যায় চলছে তবে বিভিন্ন বিধিনিষেধ মেনে প্রায় সব কিছু খোলা রয়েছে , কিন্তু দীর্ঘদিন ধরে এখনো বন্ধ রয়েছে স্কুল-কলেজ অর্থাৎ সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ।তাই স্কুল কলেজ খোলার দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটে রাস্তার ধারে বসে সামনে বোর্ড টাঙিয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস করালেন অধ্যাপক নন্দনী মুখার্জী ।

যথারীতি মাটিতে বসেই ক্লাস করলেন ছাত্রছাত্রীরা। অভিনব এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মগজের কারফিউ ভাঙার ক্লাসরুম’ । অন্যদিকে  প্রেসিডেন্সি, যাদবপুর, সেন্ট জেভিয়ার্সের পড়ুয়াদের একটি সংগঠন অ্যাকাডেমি অফ ফাইন আটর্সের সামনে ছাতিম গাছের নীচে পড়ুয়াদের জন্য ক্লাসের ব্যবস্থা করেছে । সোমবার বিকেলে, সেখানে ক্লাস হয়। আগামীদিনে জেলায় জেলায় এইভাবে বৃক্ষ বিদ্যালয় খোলার পরিকল্পনা রয়েছে সংগঠনের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!