এখন পড়ছেন
হোম > রাজনীতি > ধনকার-কাঁটা, মোদীর কাছে নালিশ মমতার! একি বললেন মুখ্যমন্ত্রী?

ধনকার-কাঁটা, মোদীর কাছে নালিশ মমতার! একি বললেন মুখ্যমন্ত্রী?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ ভার্চুয়ালি কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেই ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে পরোক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কাজ করতে গেলেই রাজ্যপাল নাক গলাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে।

সূত্রের খবর, আজ ভার্চুয়ালি এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মেডিকেলের সিট বাড়ানো উচিত। কিন্তু কোনো কাজ করতে গেলেই রাজ্যপাল নাক গলান। জানেন না প্রধানমন্ত্রীর কাজই হচ্ছে।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করেই নতুনভাবে রাজ্য বনাম রাজ্যপালের দ্বৈরথ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

একাংশ বলছেন, এমনিতেই রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক ভালো নয়। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজভবনের সঙ্গে নবান্নের দূরত্ব তৈরি হয়েছে। আর তার মধ্যেই ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!