এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অনুগামী বলে পরিচিত হেভিওয়েট নেত্রীর ‘অনুপস্থিতি’ ঘিরে তীব্র জল্পনা শুরু তৃণমূলে

শুভেন্দু অনুগামী বলে পরিচিত হেভিওয়েট নেত্রীর ‘অনুপস্থিতি’ ঘিরে তীব্র জল্পনা শুরু তৃণমূলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেখা যাচ্ছে, তৃণমূল শিবিরের সঙ্গে একটি দূরত্ব এসে গেছে শুভেন্দু অধিকারী এবং তাঁর অনুগামীদের। সম্প্রতি হওয়া তৃণমূল শিবিরের ব্যাপক রদবদলের সাথে সাথেই শুভেন্দু অধিকারীর ক্ষমতাও খর্ব হয়েছে বলে দাবি করছেন তাঁর অনুগামীরা। প্রাথমিকভাবে অবশ্য শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব সবার নজর এড়ালেও ধীরে ধীরে ক্রমশ তা প্রকাশ্যে আসছে। যদিও শুভেন্দু অনুগামীরা প্রকাশ্যে মুখ খুললেও এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী নিজে কখনো দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা বলেননি।

এই অবস্থায় এবার শুভেন্দু অনুগামী বলে পরিচিত টিএমসিপির ছাত্রসংগঠনের সভানেত্রীকে দলীয় বৈঠকে পাওয়া গেলনা। আর তাই নিয়েই এই মুহূর্তে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। আগামী 28 শে আগস্ট শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। সেই উদ্দেশ্যে মঙ্গলবার একটি প্রস্তুতি বৈঠক ডাকেন টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই বৈঠকে রাজ্যের 23 টি জেলার সভাপতিদের নিয়ে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

সূত্রের খবর এই কনফারেন্সে জেলার সমস্ত সভাপতিরা যোগ দিলেও পূর্ব মেদিনীপুর জেলার টিএমসিপি সভানেত্রী অন্বেষা জানাকে দেখা যায়নি। যদিও অন্বেষা জানা নিজে জানিয়েছেন, তাঁর বাড়িতে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ এবং ইন্টারনেট না থাকায় তিনি বেশিক্ষণ থাকতে পারেননি। পূর্ব মেদিনীপুরের জেলা সভানেত্রী অন্বেষা জানা শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবেই পরিচিত জেলার রাজনৈতিক মহলে। তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যেরকম বিভিন্ন বৈঠকে ইদানিং অনুপস্থিত থাকছেন, ঠিক সেভাবেই তাঁর অনুগামী হিসেবে পরিচিত টিএমসিপি সভানেত্রী অন্বেষা জানাও ছাত্র সংগঠনের বৈঠকে অনুপস্থিত ছিলেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুভেন্দু অনুগামীদেরও সম্প্রতি ব্যাপকহারে ক্ষমতা ছাঁটাই হয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত যুব তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে ময়নার বিধায়ক সংগ্রাম দোলুইকে। আর তারপর থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রতি প্রকাশ্যেই ক্ষোভ দেখাতে শুরু করেছেন শুভেন্দু অনুগামীরা। এই পরিস্থিতিতে টিএমসিপির ছাত্রসংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপনের বৈঠকে তৃণমূল সভানেত্রী অন্বেষা জানা অনুপস্থিতি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে জানা যাচ্ছে, অন্বেষা জানা বছর দুয়েক হল জেলা সভাপতির দায়িত্বে এসেছেন। কিন্তু তার পরেও টিএমসিপির জেলা কমিটি গঠিত হয়নি বলে জানা যাচ্ছে। এমনকি পূর্ব মেদিনীপুর জেলায় টিএমসিপির পক্ষ থেকে ছাত্র আন্দোলনও সেভাবে সংঘটিত হয়নি বলে একাধিক কলেজের ছাত্র সংগঠন অভিযোগ জানিয়েছে। তবে এবার তৃণমূলের রাজ্য নেতৃত্ব সূত্রে খবর, প্রতিষ্ঠা দিবস এর পরেই পূর্ব মেদিনীপুরে একটি জেলা কমিটি তৈরি হতে পারে। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতির দলীয় বৈঠকে যোগ না দেওয়ার ব্যাপারটি যথেষ্ট আলোচিত হচ্ছে তৃণমূল শিবিরে বলে জানা যাচ্ছে।

সামনে আসছে একুশের বিধানসভা নির্বাচন। যা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল শিবিরের কাছে। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় যদি তৃণমূল থেকে শুভেন্দু অধিকারী কিংবা তাঁর অনুগামীরা দূরে সরে যেতে থাকে তাহলে এর ফল হবে মারাত্মক। যদিও রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারী তাঁর অনুগামীদের নিয়ে দল ছাড়তে পারেন। যদিও এই অনুমান সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির। আপাতত পরিবহণ মন্ত্রীর সঙ্গে দলীয় নেতৃত্বের দূরত্ব কবে কমে কিংবা এই দূরত্ব মেটানোর জন্য কে আশু পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!