এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > মোদীর পাল্টা সভায় কানায়-কানায় কি পূর্ন মাঠ? জোর চাপানউতোর বিজেপি-তৃণমূলে

মোদীর পাল্টা সভায় কানায়-কানায় কি পূর্ন মাঠ? জোর চাপানউতোর বিজেপি-তৃণমূলে


মেদিনীপুরে তৃণমূলের সভাতে কত জনসমাগম হলো তা নিয়ে জোর চাপানউতোর বিজেপি-তৃণমূলের .কয়েক দিন আগে বিজেপির তরফ থেকে মেদিনীপুর একটি সভা করা হয় যার নাম কৃষক কল্যাণ সমাবেশ।সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেই সভার পর বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল প্রচুর জনসমাগম হয়েছে যা তৃণমূলের কোনো সভায় হয়নি। অন্যদিকে এই নিয়ে তৃণমূলের দাবি ছিল তারা বিজেপির পশ্চিমবাংলায় বিজেপির লোক নয় সেখানে কোন কৃষক ছিলেন না। বিজেপি বাইরে থেকে বাসে করে লোক নিয়ে এসেছে। যারা এসেছিলেন সব বহিরাগত। অন্যদিকে তৃণমূলের সেই দাবিকে নস্যাৎ করে বিজেপির দাবি ছিল বিজেপির সভায় এত লোক দেখে তৃণমূল এসব রটাচ্ছে। গতকাল মেদিনীপুরের প্রধানমন্ত্রী সভার পাল্টা দিয়ে তৃণমূলের তরফ থেকে একটি সভা আয়োজিত হয় .সেখানে উপস্থিত ছিলেন দলের তাবড় তাবড় নেতারা এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কতগুলি গাড়ির নাম্বার দিয়ে দাবি করেন বিজেপি এইসব বাইরের বাসে করে বাইরে থেকে লোক এনেছে।

 

সেখানে দাবি তোলেন বিজেপির লোকসমাগম তেমন হয়নি যারা এসেছিলেন, যেটুকু হয়েছিল সবই বহিরাগত। অন্যদিকে তৃণমূল নিজেদের সভা ভরাতে ভয় দেখিয়ে জোর করে লোকদেরকে নিয়ে এসে বিজেপিকে মাত দেওয়ার চেষ্টা করছে এমন অভিযোগ বারবার এসেছে বিজেপির তরফ থেকে। সাথেই শুরু হয়ে গেছে কার পাল্লা ভারী। কোন সভায় বেশি জনসমাগম হয়েছিল নাকি তৃণমূলের নাকি বিজেপির। যদিও তৃণমূলের তাবড় তাবড় নেতাদের দাবি তাদের সভায় অনেক বেশি জন সমাগম হয়েছে। আর অন্যদিকে বিজেপি নেতাদের দাবি তেমন লোক হয়নি।

 

এই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়াও। বিজেপির সমর্থক নানা পেজ থেকে মোদির জনসমাগমের ছবি ও তার সঙ্গেই কালকে তৃণমূলের ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে মোদীর সভায় জনসাধারনের আর জায়গা নেই মোদির জনসভায় প্রচুর লোক আর এদিকে তৃণমূল সভা বানাতে পারেনি তেমন লোক নেই। অন্যদিকে তাকে নস্যাৎ করতে পাল্টা ছবি দেয় তৃণমূলও। সেখানে দেখা যায় মোদীর জনসভা থেকে তৃণমূলের জনসভায় ছাপিয়ে গিয়েছে।এদিকে বারবার মঞ্চ থেকেও দাবি তোলা হয়েছে অনেকেই আসতে পারেননি জনসমাগম এত হয়েছে যে তিল ধারণের জায়গা নেই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

কিন্তু কে জিতল এই খেলায় তা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট জলঘোলা হচ্ছে। তবে রাজনৈতিকমহল অবশ্য মোদির সভাকেই একটু হলেও এগিয়ে রাখছেন। তার পিছনে অবশ্য কারণ শুধু বিজেপি নয়,কারণটা অন্য আর সেটা হলো দেশের প্রধান মন্ত্রীকে চোখের সামনে থেকে দেখার আগ্রহ। সেখানে তিনি শুধুই দেশের প্রধানমন্ত্রী কোনো বিজেপি নেতা নন। অবশ্য আরেকাংশের মতে এটা বলা মুশকিল তিনি তো বিজেপি নেতা হিসাবেই এসেছিলেন। আর অন্যদিকে তৃণমূলের সভাতেও যথেষ্ট ভিড় হয়েছিল তা তাবড় তাবড় নেতাদের দেখার জন্যই নাকি উন্নয়নের জন্য তা বলা যাচ্ছে না। রাজনৈতিকমহল তাই দু দলকেই সমান ভাবে নম্বর দিচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!