এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়ায় বিজেপি কর্মীর মৃত্যুর পিছনে ‘আসল রহস্য’ ফাঁস করলেন অভিষেক ব্যানার্জি

পুরুলিয়ায় বিজেপি কর্মীর মৃত্যুর পিছনে ‘আসল রহস্য’ ফাঁস করলেন অভিষেক ব্যানার্জি


এবারের পঞ্চায়েত নির্বাচন সাক্ষী থেকেছে বেনজির হত্যালীলার। কিন্তু ভোটপর্বের ইতি টানার পরও কমলো না রক্তের হোলি খেলা। এতো সন্ত্রাসের রাজনীতি রাজ্যের পরিস্থিতিতে বিষাক্ত করে তুলছে। মানুষ হচ্ছে আতঙ্কিত। এদিন সন্ত্রাসের জেরে বলি হল আরো এক বছর আঠেরোর নিষ্পাপ প্রাণ। সাবালকটি পুরুলিয়া জেলার এক বিজেপি কর্মী।  তাঁর প্রাণ গেছে শুধুমাত্র বিজেপি করার জন্য, এমনটাই অভিযোগে জানিয়েছে বিজেপি। জানা গেছে পঞ্চায়েত নির্বাচনকালীন তাকে খুন করার ছক কষা হয়েছিলো। আর সবথেকে নির্মম ব্যাপারটি হল, তাকে খুন করে পিঠে একটি নোট লিখে দেওয়া হয়, তাতে সাফ প্রকাশ পেয়েছে ছেলেটি বিজেপি করায় খুনীদের আক্রোশ। এই হত্যাকান্ডের জেরে স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ পড়েছে রাজ্যের অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীগুলোর। বিজেপি কর্মীর খুনের জন্য সিবিআই তদন্তেরও দাবী করলেন এদিন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যেহেতু পদ্মশিবির সবসময় অভিযোগের আঙুল তোলে তৃণমূলের দিকে। তাই এবার আগেভাগেই এই ব্যাপারে ঢাল হিসাবে দাঁড়ালেন তৃণমূল কংগ্রসের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানালেন যে যেকোনো রাজনৈতিক কর্মীর মৃত্যুই ভীষণ হতাশাজনক। তবে এই হত্যাকান্ডে কোনোভাবেই শাসকদলের কোনো হাত নেই। তাঁদের দলীয় কোন্দলই প্রাণ নিয়েছে ওই ১৮ বছরের যুবকের। তবে কেউ যদি প্রমাণ করে দিতে পারেন যে কোনো তৃণমূল কর্মীই এই খুনটি করেছেন তাহলে তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এমনভাবেই স্পষ্টভাবে নিজের বক্তব্য পেশ করলেন এই তৃণমূল সাংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!