এখন পড়ছেন
হোম > জাতীয় > উলুবেড়িয়াকে বাদ দিয়ে অবশেষে শ্যামাপ্রসাদকে নিয়ে বানানো সিনেমা মুক্তি পাচ্ছে বাংলায়

উলুবেড়িয়াকে বাদ দিয়ে অবশেষে শ্যামাপ্রসাদকে নিয়ে বানানো সিনেমা মুক্তি পাচ্ছে বাংলায়


বিগত কয়েক মাস ধরে সেন্সরের ওজোর আপত্তি পুলিশ প্রশাসনের বিরোধীতা সব মিলিয়ে প্রায় শীত ঘুমে চলে গিয়েছিলো পরিচালক মিলন ভৌমিকের ছবি ‘দাঙ্গা, দ্যা রায়ট’-এর মুক্তি। এদিন আদালতের রায়ে সব জটিলতা কাটিয়ে উলুবেড়িয়া ছাড়া পশ্চিমবঙ্গের সর্বত্র এই ছবি প্রদর্শিত হওয়ার অনুমতি পেলো। ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জীবনী অবলম্বনে তৈরী এই ছবি ‘দাঙ্গা, দ্যা রায়ট’।  ছবির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে দেশ ভাগ সহ তৎকালীন বাংলাদেশের আর্থ , সামাজিক, রাজনৈতিক পরিবেশ। শুরুর দিকে ছবির কিছু দৃশ্য নিয়ে সেন্সর বোর্ড আপত্তি করলেও পরে বিষয়টি নিয়ে বিশেষ কোনো নিষেধাজ্ঞা জারী করেনি। কিন্তু আশ্চর্যজনকভাবেই মুক্তি লাভের অল্প কদিন আগে কোনো এক অজানা কারণে ছবির মুক্তি আটকে যায়। রাজ্যের সকল প্রেক্ষাগৃহে বাতিল করা হয় ‘দাঙ্গা, দ্যা রায়ট’ ছবির সম্প্রচার। এই সময়ে ছবির পরিবেশক কৃষ্ণ দাগার অভিযোগ করেছিলেন ছবির সম্প্রচার করতে  

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুলিশ-প্রশাসন বাধা দিচ্ছে। যদিও পুলিশের দাবি ছিল, রাজ্যের হল মালিকেরা প্রথম থেকেই এই ছবির সম্প্রচার করতে আগ্রহী নয়।গোটা ঘটনার পিছনে অজানা চক্রান্তের কথা অনুমান করে এদিন পরিচালক মিলন ভৌমিক বললেন,  “রাজ্যের ১০৩ টে প্রেক্ষাগৃহে আমার ছবি প্রদর্শিত হবে বলে জানতাম। আমার ছবি চালানোর জন্য হুমকির শিকার হতে হয়েছে হল মালিকদের। সেই কারণে রাজ্যের কোনও হলে আমার ছবি দেখানো হচ্ছে না।” আদালতের বিচারপতি শম্পা সরকার এই ছবির প্রসঙ্গে রায় দিয়ে জানিয়েছেন  ‘দাঙ্গা, দ্যা রায়ট’ছবিটি উলুবেড়িয়া ছাড়া পশ্চিমবঙ্গের সর্বত্র মুক্তি পাবে। প্রসঙ্গত পুলিশের আশঙ্কা উলুবেড়িয়ায় এই ছবির মুক্তি নিয়ে গন্ডগোল হওয়ার সম্ভবনা রয়েছে । তাই সাধারন মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেলো ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!