এখন পড়ছেন
হোম > অন্যান্য > বঙ্গভঙ্গ থেকে সিরাজের কীর্তি – ফেলে আসা পথে বিস্মরণের মেঘ সরিয়ে ইতিহাসের অমোঘ কীর্তি জানুন

বঙ্গভঙ্গ থেকে সিরাজের কীর্তি – ফেলে আসা পথে বিস্মরণের মেঘ সরিয়ে ইতিহাসের অমোঘ কীর্তি জানুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানের প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটু ফিরে দেখা অতীতকে। আজকের দিনেই আজ থেকে ১০ বছর, ২০ বছর, ৫০ বছর বা ১০০ বছর আগে ঠিক কি ঘটেছিল? কি লেখা আছে ইতিহাসের পাতায়? তারই একঝলক – এই বিভাগে এবার থেকে নিয়মিত।

আজ ১৫ই জুলাই। একনজরে জেনে নিন ঠিক আজকের তারিখে ইতিহাসে কোথায় কী ঘটেছিল।

১. ১৯৫৫ সালে এই দিনে পন্ডিত জহরলাল নেহেরু ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন।

২. ১৯৯৭ সালে এই দিনে বিখ্যাত পরিবেশবিদ মহেশ চন্দ্র মেহতা রামন মগসায়সে পুরস্কারে সম্মানিত হন।

৩. ১৫৭৫ সালে এই দিনে মুঘল সম্রাট আকবর বাংলার সেনাকে তুকারয়ের যুদ্ধে পরাজিত করেছিলেন৷

৪. ১৭৩৭ খৃষ্টাব্দে এই দিনে কুখ্যাত সাইক্লোনে কলকাতার প্রায় তিন লক্ষ মানুষ মারা গেছিলেন।

৫. ১৭৫৬ সালে এই দিনে নবাব সিরাজ বৃটিশদের খেকে কলকাতা দখল করে নিয়েছিলেন।

৬. ১৭৮৭ খৃষ্টাব্দে এই দিনে বৃটিশ সরকার ওয়ারেন হেস্টিংস-এর ওপর তছরুপের অভিযোগ এনেছিল।

৭. ১৯০৫ সালে এই দিনে বঙ্গভঙ্গ হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৮. ১৯০৬ সালে এই দিনেই সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় ঢাকায়।

৯. ১৯১২ সালে এই দিনে রাসবিহারী বসু লর্ড হার্ডিঞ্জকে হত্যা করতে বম্ব মারেন। যদিও এটি ব্যার্থ প্রচেষ্টা ছিল।

১০. ১৯১৩ সালে এই দিনটিতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবেল পুরস্কারে ভূষিত হন।

১১. ১৭৭৫ সালে এই দিনে জর্জ ওয়াশিংটন আমেরিকার সৈন্য প্রধান হয়েছিলেন।

১২. ১৯০৮ সালে এই দিনে কলকাতা স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশান স্থাপিত হয়।

১৩. ২০১২ সালে এই দিনে নিক ওয়ালেন্ডা বিশ্বে প্রথম বারের জন্য নায়াগ্রা জলপ্রপাতের ওপর দিয়ে হেঁটেছিলেন ( tightrope walk)।

১৪. ১২১৫ খৃষ্টাব্দে এই দিনে ইংল্যান্ডের রাজা জন বিখ্যাত ম্যাগনাকার্টা চুক্তিতে সাক্ষর করেছিলেন।

১৫. ১৮৭৮ সালে এই দিনেই বিশ্বে প্রথম বার ক্যামেরায় চলমান ছবি ( moving picture) তোলা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!