এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না, কবে এটা বুঝবেন মমতা?

সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না, কবে এটা বুঝবেন মমতা?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দুই বিধায়কের শপথ গ্রহণ থেকে শুরু করে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত ভয়ঙ্কর আকার নিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে মন্তব্য করতে গিয়ে সম্মান না দিলে যে সম্মান পাওয়া যায় না, তা বলে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন রাজ্যপালের দায়ের করা মানহানির মামলা নিয়ে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “দেখুন, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। এটা মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে।” অর্থাৎ রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালকে সঠিকভাবে সম্মান না করার জন্যই যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল মামলা দায়ের করেছেন, সেই কথাই বুঝিয়ে দিলেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!