এখন পড়ছেন
হোম > রাজ্য > শোভন ও বৈশাখীকে নিয়ে আবার কড়া জবাব রত্নার, সম্পর্কের টানাপোড়েন অব্যাহত

শোভন ও বৈশাখীকে নিয়ে আবার কড়া জবাব রত্নার, সম্পর্কের টানাপোড়েন অব্যাহত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর গেরুয়া শিবিরে এবার শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় সক্রিয়ভাবে রাজনৈতিক আসরে নেমেছেন। প্রথমবার শোভন বৈশাখী সক্রিয়তার কথা বললেও কার্যক্ষেত্রে তা প্রকাশ হয়নি। কিন্তু দ্বিতীয়বার অর্থাৎ গতকালই রোড শোএর মাধ্যমে শোভন ও বৈশাখী নিজেদের প্রমাণ করেন গেরুয়া শিবিরে। এদিন গেরুয়া শিবিরের অন্যতম সক্রিয় নেতা হিসেবে এদিন সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বসেন শোভন চট্টোপাধ্যায়।

আর এবার শোভন চট্টোপাধ্যায়কে পাল্টা দিলেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, শোভন-বৈশাখীকে নিয়ে দলবদল করলেও রত্না কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলেই রয়েছেন। মূলত রত্না এবং শোভনের মধ্যে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল একসময় বৈশাখী বন্দ্যোপাধ্যায়, যা এখনো বর্তমান। আর এদিন রত্না চট্টোপাধ্যায় যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার জন্য শোভন চট্টোপাধ্যায়কে তুলোধোনা করেছেন, ঠিক সেভাবেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জড়িয়ে শোভন চট্টোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন।

রত্না চট্টোপাধ্যায় দাবি করেছেন, শোভন বাবু এমনি এমনি মন্ত্রীত্ব ছাড়েননি। মন্ত্রীত্বর ওপর যথেষ্ট লোভ ছিল তাঁর। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ ঠিকমতো করতে বলার কারণেই শোভন চট্টোপাধ্যায় সরে দাঁড়ান। আর এর পেছনে বৈশাখীকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন রত্না। প্রসঙ্গত, রত্না এদিন শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, শোভন চট্টোপাধ্যায় রাজনৈতিক মঞ্চে এসেছেন কুড়ি বাইশ বছর বয়সে কাউন্সিলর হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তারপর তৃণমূল নেত্রী ক্রমে তাঁকে মন্ত্রী করেছেন, মেয়র করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে শোভন আক্রমণ শানিয়েছেন তা মোটেই মানতে পারেননি শোভনের স্ত্রী  রত্না বলে জানা যাচ্ছে। এদিন রত্না দাবি করেন, বৈশাখীর সঙ্গে সময় কাটানো হেতু শোভন চট্টোপাধ্যায় নিজে থেকেই মন্ত্রীত্ব ছেড়েছেন। এর পেছনে তাঁর আত্মত্যাগের কোন গল্প নেই। পাশাপাশি এদিন রত্না চট্টোপাধ্যায় শোভন-বৈশাখীকে নিয়ে বেশ কড়া আক্রমণ করেন। অন্যদিকে শোভন-বৈশাখী বিজেপিতে সক্রিয় হওয়ায় রাজনৈতিক মহলের দাবি, গেরুয়া শিবির কিন্তু টার্গেট করছে সামনের পুরসভা নির্বাচনকে।

সেক্ষেত্রে গেরুয়া শিবিরের মুখ হয়ে উঠতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। তবে শোভন ও বৈশাখী জুটিকে কিন্তু পুরোপুরি ভরসা করা যায়না বলেই মত বিশেষজ্ঞদের। কারণ শোভন ও বৈশাখীর মধ্যে যেকোন একজন যদি গুরুত্ব কম পান গেরুয়া শিবিরে, তাহলে কিন্তু দুজনেই ক্রমান্বয়ে নিষ্ক্রিয় হয়ে পড়বেন যা রাজনৈতিক প্রফেসনালিজমের বাইরে পরে বলে মত রাজনৈতিক মহলের অনেকেরই। তবে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে পাল্টা তাঁকেও যে কড়া আক্রমণের মুখোমুখি হতে হবে, তা কিন্তু এদিন বুঝিয়ে দিলেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!