এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি রত্না চ্যাটার্জিকে বিজেপিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দিলেন হেভিওয়েট সাংসদ?

এবার কি রত্না চ্যাটার্জিকে বিজেপিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দিলেন হেভিওয়েট সাংসদ?


দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে শোভন চট্টোপাধ্যায়ের। জেলা সভাপতি, মন্ত্রীত্ব, মেয়র-পদ – সবই তাঁর হাত থেকে একে একে ছিনিয়ে নিতে থাকেন তৃণমূল নেত্রী। আর সেই ক্ষোভে কার্যত ঘরে বসে যান শোভনবাবু। তখন থেকেই জল্পনা ছিল – তিনি গেরুয়া শিবিরে যোগদান করবেন। কিন্তু, সেই সময়ে শোভনবাবু নিজে জানিয়েছিলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন না! দরকারে নাকি রাজনীতি ছেড়ে দেবেন!

কিন্তু, পরবর্তীকালে গত ১৪ ই আগস্ট দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি গেরুয়া শিবিরেই যোগ দেন। কিন্তু, শুরুর সময় থেকেই যেন তেলে-জলে ঠিক মিস খাচ্ছিল না! তাঁর যোগদানের দিনেই আরেক তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের যোগদানে না, বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ‘যোগ্য সম্মান’ না দেওয়া প্রভৃতি একাধিক বিষয়ে বারবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাঁকে।

এরপর তো ভাইফোঁটার দিন বান্ধবী বৈশাখীদেবীকে সঙ্গে নিয়ে দল ছাড়ার পরেও সটান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোঁটা নিয়ে ফেলেছেন শোভনবাবু। আর তারপরেই একাধিক জল্পনা ঘুরছে, আকাশে-বাতাসে। বিজেপির ছোট্ট ইনিংস শেষ করে তিনি নাকি আবার তৃণমূল-মুখী! মমতা বন্দ্যোপাধ্যায়ও রাগ-অভিমান ভুলে ‘আদরের কাননকে’ কাছে টেনে নেবেন! দেবেন রাজ্যের মন্ত্রীত্ব। এইসব জল্পনার মাঝেই সামনে এল এবার বিস্ফোরক তথ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতার এক জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, শোভনবাবুর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ও বিষ্ণুপুরের হেভিওয়েট বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জগদ্ধাত্রী পুজোর নিমন্ত্রণ উপলক্ষে বেলেঘাটার একটি ফ্ল্যাটে একসাথে নিমন্ত্রিত ছিলেন। সেখানে তাঁদের মধ্যে নাকি ঘন্টাখানেক কথাবার্তা হয়েছে। ওই সংবাদমাধ্যমের দাবি, সৌমিত্রবাবু এই প্রসঙ্গে তাদের জানিয়েছে যে, রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সাক্ষাৎ হলে রাজনীতি নিয়েই তো আলোচনা হবে। এটাই তো স্বাভাবিক, ওনার সঙ্গে অনেক কথা হয়েছে।

তাহলে কি শোভনবাবু তৃণমূলে ফেরত গেলে, রত্নাদেবী বিজেপিতে যোগ দেবেন? এর উত্তরে ইঙ্গিতপূর্ণ হেসেছেন সৌমিত্র খাঁ বলে দাবি ওই সংবাদমাধ্যমের। যদিও এই প্রসঙ্গে প্রিয় বন্ধু মিডিয়ার তরফে রত্নাদেবীর সঙ্গে যোগাযোগ করা যায় নি। অন্যদিকে, এই প্রসঙ্গে সৌমিত্রবাবুকে হোয়াটস্যাপ করলে, তিনি এখনও পর্যন্ত তার কোনো জবাব দেন নি। কিন্তু, ওই সংবাদ সম্প্রচারিত হওয়ার পরে, সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

এদিকে, এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের এক অন্যতম গুরুত্বপূর্ণ শীর্ষনেতার সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানিয়েছেন – এই ধরনের জল্পনার কোনো ভিত্তি নেই! কিন্তু, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আলোচনায় বারেবারেই উঠে আসছে যে, রত্নাদেবীর সঙ্গে শোভনবাবুর বিচ্ছেদের মামলার পিছনে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম বারেবারেই উঠে এসেছে। এমনকি, রত্নাদেবী প্রকাশ্যেই বৈশাখীদেবীকে তাঁর ‘সংসার ভাঙার’ জন্য দায়ী করেছেন। এই পরিস্থিতিতে যদি, শোভনবাবুর সঙ্গে বৈশাখীদেবীকেও তৃণমূল সাদরে বরণ করে নেয় – তাহলে রত্নাদেবীর অভিমানী হওয়া স্বাভাবিক।

আর সেই অভিমান থেকেই, তিনি দলত্যাগ করে বিপক্ষ শিবিরে যোগ দিতেই পারেন। তবে, তৃণমূল শিবিরের দাবি, এক বিশেষ পরিস্থিতিতে শোভনবাবুকে দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এতে রত্নাদেবীর অসম্মানিত করার মত কিছুই করা হবে না। রত্নাদেবীও নাকি সেকথা বুঝে, এইসব জল্পনা নিয়ে পরিণত প্রতিক্রিয়া দিয়েছেন। এই পরিস্থিতিতে তিনি কিছুতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন না। ফলে, সবমিলিয়ে ওই সংবাদমাধ্যমে খবর প্রচারিত হতেই রাজ্য-রাজনীতিতে চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!