এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > রাজ্যে কি আরও বড় নাশকতার ছক? জেলায়-জেলায় ‘বোমা-স্পেশালিস্টের’ খোঁজ শুরু

রাজ্যে কি আরও বড় নাশকতার ছক? জেলায়-জেলায় ‘বোমা-স্পেশালিস্টের’ খোঁজ শুরু

নাগেরবাজার বিস্ফোরোনকান্ডের রহস্য এখনও অধরা। ভয়াবহ বিস্ফোরোনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়ার পরই তদন্ত উদঘাটিত হওয়ার সম্ভাবনা দেখলেও তিন দিন কেটে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। গ্রেপ্তার তো দূর অস্ত, বিস্ফোরোনের কারনেরও সন্ধান পাওয়া যায়নি। আর এরপরই রাজ্যের কোন জেলাগুলিতে এই বোমা তৈরির দক্ষ কারিগর রয়েছে তার খোঁজ করতে শুরু করেছেন রাজ্যের তদন্তকারী আধিকারিকেরা। এখানে মূলত তারা দুটি বিষয়কেই প্রাধান্য দিচ্ছেন। এক, কাউকে বরাত দিয়ে আইইডি কেনা হয়েছিল কি না! এবং দুই, বিস্ফোরোনের কাছাকাছি কোনোও এলাকায় এই বোমা তৈরি করা হচ্ছে কিনা?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সিআইডি সূত্রের খবর, এই নাগেরবাজারে যে আইইডি ব্যাবহৃত হয়েছে তা তৈরি হয় রাজ্যের মুর্শিদাবাদ জেলাতেই। সম্প্রতি তা অন্যান্য জায়গায় পাচারও শুরু হয়। জানা গেছে, এই মুর্শিদাবাদ থেকেই উত্তর ও দক্ষিন 24 পরগনাতেও এই বিস্ফোরোক তৈরি করার লোকের সংখ্যা বেড়েছে। যাদের মাধ্যমে এই বোমা তৈরির প্রশিক্ষন দিয়ে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এই আইইডি। তাই গোড়া থেকেই এই বিস্ফোরোনের বীজ নির্মুল করতে এবার সেই সমস্ত বোমা কারিগরদের নিজেদের বাগে আনতে চাইছে সিআইডি। ইতিমধ্যে এই ব্যাপারে কজনকে জেরা করার পাশাপাশি নাগেরবাজার বিস্ফোরনকান্ডে আহত ফলওয়ালার মেয়েকে শুক্রবার সেই ঘটনাস্থলে নিয়ে গিয়ে এই বিস্ফোরোনকান্ডের পুনর্নির্মান করে সিআইডি। এছাড়াও বিস্ফোনের একদিন আগে এই বিস্ফোরোক স্থানীয় এক ব্যাক্তিকে দিয়ে যাওয়া হয়। তাই সেই ব্যাক্তি ঠিক কারা এখন তারও সন্ধান চালাচ্ছে সিআইডি। সব মিলিয়ে রাজ্যে বড়মাপের নাশকতা রুখতে এবার সমস্ত জেলায় বোমা তৈরির কারিগরদের জালে আনতে সচেষ্ট রাজ্যের গোয়েন্দা সংস্থা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!