এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু কি সত্যিই তৃণমূলে? অনুগামীদের যে বার্তা দিলেন তাতে ঘুম উড়তে বাধ্য মমতা-অভিষেকের?

শুভেন্দু কি সত্যিই তৃণমূলে? অনুগামীদের যে বার্তা দিলেন তাতে ঘুম উড়তে বাধ্য মমতা-অভিষেকের?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার তিনদিন পরেই তৃণমূলের অন্দরে দ্বিধাবিভক্ত দু’পক্ষের বৈঠক হওয়ার কথা জানা গেছে। মঙ্গলবার রাতে উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে একটি বাড়িতে ওই বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ছাড়াও তৃণমূলের দুই সাংসদ সৌগত এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়।

তবে বলা বাহুল্য, বৈঠকের তাৎপর্য বাড়িয়ে সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকেও। আর সেখানে শুভেন্দু অধিকারী যে আগে বলেছিলেন তিনি একজনকেই দেখে দল করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়? না এদিন তিনি না থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা বলিয়ে দিয়েছেন বলেও জানা গেছে।

বস্তুত, এদিনের বৈঠকের পর সৌগত রায় জানান, ‘‘সমস্ত সমস্যা মিটে গিয়েছে। শুভেন্দু জানিয়েছে, ও দল ছাড়ছে না। বিধায়ক পদও ছাড়ছে না। বাকি শুভেন্দুই পরে জানাবে।’’ তাঁর কথায়, ‘‘আমরা সকলেই দলকে ভালবাসি। একসঙ্গে সকলে দল করতে চাই। দু’জনকেই আমি খবর দিয়েছিলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো বলেন যে, “দু’জনের একসঙ্গে বসার প্রয়োজন ছিল। সেটা হওয়ায় সব মিটে গিয়েছে। বৈঠক ভাল হয়েছে।’’ অন্যদিকে, শুভেন্দুর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীও একই কথা বলেছেন। তাঁর কথায়, ‘‘সমস্যা ছিল। তবে সমস্যা মিটে গেলে ভাল। তাতে দলের ভাল হবে।’’ যদিও মঙ্গলবার রাত পর্যন্ত এ ব্যাপারে শুভেন্দুর কোনও বক্তব্য জানা যায়নি বলেই জানা গেছে।

আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুভেন্দু অনুরাগীরা সেখানে বলছেন, শুভেন্দু অধিকারী তাদেরকে স্পষ্ট জানিয়েছেন যতক্ষণ না তিনি কিছু বলছেন ততক্ষণ কোন সিদ্ধান্তে আসা উচিৎ নয়। আর সেখানে এদিন তৃণমূল নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন তাঁরা। তাঁদের মতে, সৌজন্য সাক্ষাৎ কখনও সিদ্ধান্ত হতে পারে না।

আর শুভেন্দু অনুরাগীদের এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। সেখানে অনেকের মতে, সেই বৈঠকে শুভেন্দু দলে থাকার জন্য সম্ভবত যা দাবি করেছিলেন, সেটির অন্যতম হল, শুভেন্দু যে পাঁচটি জেলার পর্যবেক্ষক ছিলেন, সেগুলির প্রার্থী বাছাই নিয়ে অভিষেক বা প্রশান্ত তেমন ভাবে কোনও হস্তক্ষেপ করবেন না। অন্যদিকে, এই বিষয়ে তৃণমূলের এক অন্যতম শীর্ষনেতা জানান, সকলে মিলেই প্রার্থিতালিকা ঠিক করা হবে।

তাঁর কথায়, ‘‘প্রতিবারের মতো আমরা সকলে মিলেই প্রার্থী বেছে নেব। ওটা নিয়ে এরপর আর কোনও সমস্যা হবে না।’’ অর্থাৎ, ওই পাঁচটি জেলায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর মতামতকে যে গুরুত্ব দেওয়া হবে। সেইসঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গোটা ঘটনাতে খুশি আর আশাবাদী বলেই জানা গেছে। তবে আপাতত শুভেন্দু অধিকারী কী বলেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!