এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দু বিস্ফোরণের পরেই হাসি চওড়া বিজেপির! মুকুল শুধু বললেন, তৃণমূল বলে আর কিছু নেই!

শুভেন্দু বিস্ফোরণের পরেই হাসি চওড়া বিজেপির! মুকুল শুধু বললেন, তৃণমূল বলে আর কিছু নেই!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল রাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছিল শুভেন্দু অধিকারীর। গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ভোট কুশলী প্রশান্ত কিশোর প্রমুখরা। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সমস্ত সমস্যার সমাধান হয়েছে। কিন্তু এরপর আজ সকালেই বিশেষ ছন্দপতন ঘটে গেল। শুভেন্দু অধিকারী তাঁর হোয়াটসঅ্যাপ বার্তাতে জানিয়ে দিলেন যে, একসঙ্গে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়। শুভেন্দু অধিকারীর এই বার্তা দেবার পর হাসি চওড়া হলো বিজেপির। তাঁর সম্পর্কে একাধিক বক্তব্য রাখলেন বিজেপি নেতা মুকুল রায়।

গতকাল মঙ্গলবার রাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, শুভেন্দু অধিকারী সঙ্গে বৈঠক সফল হয়েছে, বেরিয়ে এসেছে রফাসূত্র। কিন্তু এরপর আজ বুধবার সকালে শুভেন্দু অধিকারী তৃণমূল সাংসদ সৌগত রায়কে জানালেন যে, তাঁকে ক্ষমা করে দিতে। তাঁর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করলেন। তিনি অভিযোগ করেছেন যে, কোন সমস্যার সমাধান না করেই বৈঠক ইতিবাচক হয়েছে বলে, ঘোষণা করা হয়েছে। তাই একসঙ্গে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়।

আজ শুভেন্দু অধিকারীর বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় জানালেন যে, রাজনীতিতে ওপেনিং থাকে। এর সঙ্গে সঙ্গেই তিনি জানালেন যে, তৃণমূল কংগ্রেস বলে এখন আর কোন কিছুই নেই। পদত্যাগের পর আর কিছু হয় না বলেও মন্তব্য করতে দেখা গেল তাঁকে। তবে তিনি জানান যে, এই বিষয়টি নিয়ে হৈচৈ করার কোন মানে হয় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা মুকুল রায় শুভেন্দু অধিকারীকে গণ আন্দোলনের কর্মী বলে মন্তব্য করলেন। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে, শুভেন্দু অধিকারী কি তবে তৃণমূলের গন কেস? এর উত্তরে মুকুল রায় জানিয়েছিলেন যে, তিনি গন কেস না ইন কেস? এ ব্যাপারে তিনি কিছু জানেন না। ইতিপূর্বে শুভেন্দু অধিকারীকে নিয়ে মুকুল রায় জানিয়ে ছিলেন যে, যারা বিজেপিতে আসতে চেয়েছেন, যাদের যোগ্যতা আছে, যারা মানুষের উপকার করতে চান। তাঁরা বিজেপিতে যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানাবে দল।

প্রসঙ্গত শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন এমন জল্পনা চলছে কিছুদিন ধরেই। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন মুকুল রায়। সে সময় তিনি জানিয়েছিলেন যে, শুভেন্দু অধিকারী হলেন গণ আন্দোলনের ফসল। তিনি যদি বিজেপির সঙ্গে যোগ দেন, তবে পশ্চিমবঙ্গে প্রতিবাদ আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে।

মুকুল রায় আরও জানিয়েছিলেন যে, তিন বছরেরও বেশি সময় হলো, তিনি শাসকদল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে তিনি সম্মানের সঙ্গে কাজ করতে পারছেন। আবার, তাকেও ব্যবহার করছে দল। এর সঙ্গে সঙ্গেই তিনি বলেছিলেন যে, শাসকদল তৃণমূলে যা কিছু চলছে, তার সবকিছুই হচ্ছে প্রশান্ত কিশোরের ইশারাতে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!