এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে সঙ্গে বদলে যাবে উত্তরবঙ্গের সমীকরণও? জল্পনা নেতা-কর্মীদের

শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে সঙ্গে বদলে যাবে উত্তরবঙ্গের সমীকরণও? জল্পনা নেতা-কর্মীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর মত জনপ্রিয় নেতৃত্ব শাসক দলে হয়তো খুব কমই আছেন। তাঁর মতো এতো অনুগামী আর কারও আছে কিনা সন্দেহ। তাঁর প্রচেষ্টাতেই বিভিন্ন জেলায় বিধায়ক, পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধিরা অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সম্প্রতি তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক আর আগের মত নেই। এর ফলে, বিভিন্ন জেলায় থাকা শুভেন্দু অধিকারীর অনুগামীরাও দোলাচল অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারী যদি দলের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নেন, তবে, এই নেতারাও দলে থাকবেন কিনা, সে বিষয়ে সংশয় আছে। উত্তরবঙ্গের মালদা জেলায় এই বিষয়টি তীব্র আকার ধারণ করেছে। এতো জন নেতা যদি দলের সঙ্গে সম্পর্ক গুটিয়ে নেন, তবে জেলায় ভিত নড়ে যেতে পারে শাসকদলের।

গত বিধানসভা নির্বাচনে মালদহ জেলায় কার্যত শুণ্য হাতে ফিরতে হয়েছিল শাসকদল তৃণমূলকে। তবে, এরপর শুভেন্দু অধিকারী প্রচেষ্টায় অন্যদলের কিছু বিধায়ক দলবদল করে যোগ দিয়েছেন তৃণমূলে। সম্প্রতি মালদা জেলায় তৃণমূলের বিধায়ক সংখ্যা হয়েছে ৪। শুভেন্দু অধিকারীর হাত ধরেই বামফ্রন্ট, কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই চারজন বিধায়ক। দলে শুভেন্দু অধিকারী অবস্থান নিয়ে দোলাচলে আছেন এই বিধায়কেরা। এদিকে মালদহ জেলার ত্রিস্তর পঞ্চায়েতের বেশকিছু জনপ্রতিনিধিও অন্য দল ছেড়ে তৃণমূলে এসেছিলেন। শুভেন্দু বাবুর রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ নিয়ে এরাও টানাপোড়েনের মধ্যে আছেন।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে মালদার ১২ টি আসনের মধ্যে ১১ টি আসনে জয়লাভ করে বাম-কংগ্রেস জোট। শুধুমাত্র বৈষ্ণবনগর আসনটি দখল করে বিজেপি। কিন্তু তৃণমূলের বিধায়ক সংখ্যা ছিল শূন্য। মালদহের্ এই ফলাফল দেখে আক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর মালদহে অন্যান্য দল থেকে ৪ জন বিধায়কদের নিজের চেষ্টায় তৃণমূলে আনেন শুভেন্দু অধিকারী।এ সময় শুভেন্দু অধিকারী ছিলেন মালদহ জেলা তৃণমূলের পর্যবেক্ষক।

বিধানসভা নির্বাচনের এক বছর পরেই শুভেন্দু অধিকারীর প্রচেষ্টায় গাজলের বিধায়ক দিপালী বিশ্বাস, ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় বাম, কংগ্রেস দল ত্যাগ করে যোগদান করেন তৃণমূলে। সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া এই চারজন বিধায়ককে দলের সহ সভাপতি করা হয়েছে। তৃণমূলে যোগদানকরা এই চার জন বিধায়ক অভিযোগ করেছেন যে, বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেও দল তাদের যোগ্য সম্মান দিচ্ছে না। এমনকি ব্লক তৃণমূল নেতৃত্ব তাদের কোন গুরুত্ব না দিয়েই দলের কাজ করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভার সঙ্গে সঙ্গে মালদহ জেলা পরিষদেও দলবদল ঘটিয়ে তৃণমূলের দলভারী করেন শুভেন্দু অধিকারী। এ কারণে মালদহ জেলা পরিষদ, একাধিক পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান হচ্ছেন শুভেন্দু অধিকারীর অনুগামী। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে একাধিক জনপ্রতিনিধিকে পদ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের সম্পর্ক তলানীতে ঠেকায়, মালদহ জেলার একাধিক তৃণমূল নেতা নেত্রীরাও দোলাচলে পড়েছেন।

তৃণমূল সূত্রের খবর, এই নেতা-নেত্রীদের মধ্যে অনেকেই নিয়মিত যোগাযোগ রাখছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। তবে রাজ্যের বিভিন্ন জেলায় ‘দাদার অনুগামী’র নামে ফ্লেক্স দিয়ে শুভেচ্ছাবার্তা ঝোলানো হয়েছিল। মালদহ এখনো পর্যন্ত তা যায়নি। তবে করোনা সংক্রমনের প্রারম্ভিক কালের শুভেন্দু অধিকারীর ছবি দেওয়ার বেশ কিছু ফ্লেক্স জেলায় দেখা গিয়েছিল। যা সম্পর্কে জেলা তৃণমূল সভাপতি মৌসম নূর বলেছিলেন, ” আমরা সবাই দলের সৈনিক। সেই হিসেবেই জেলায় কাজ করছি।” এভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের সম্পর্ক তলানীতে ঠেকায় শুভেন্দু অধিকারীর অনুগামী এই নেতা-নেত্রীরাও আছেন দোলাচলে। শুভেন্দু অধিকারীর দলত্যাগ, শিবির বদল ঘটলে, মালদহ জেলার এই নেতা-নেত্রীদেরও রাজনৈতিক ভবিষ্যতে বদলে যেতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!