এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দু অধিকারীর দুই ঘনিষ্ঠকেও হঠাৎ তলব সিআইডির, বাড়ছে টানটান উত্তেজনা

শুভেন্দু অধিকারীর দুই ঘনিষ্ঠকেও হঠাৎ তলব সিআইডির, বাড়ছে টানটান উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল সোমবার ভবানী ভবনে তলব করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাকে তলব করেছে সিআইডি। তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর মামলার তদন্তে তলব করা হয়েছে তাকে। সম্প্রতি কাঁথি থানাতে গিয়ে শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এরপর সিআইডি তদন্তর কাজ শুরু করেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এবার তলব করা হলো শুভেন্দু অধিকারীকে। অকষ্মাৎ বিরোধী দলনেতাকে এমন তলবে, অস্বস্তি তীব্র ভাবে বেড়েছে গেরুয়া শিবিরে।

আর এবার শুভেন্দু অধিকারী অস্বস্তি আরও বাড়িয়ে দিয়ে তাঁর ঘনিষ্ঠ দুই ব্যক্তিকে তলব করেছে সিআইডি। জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত গাড়িচালককে তলব করেছে সিআইডি। তাঁর নাম শম্ভু মাইতি। এছাড়া তাঁর ঘনিষ্ঠ আর এক ব্যক্তিকে তলব করেছে সিআইডি। যার নাম হলো সঞ্জয় শুক্লা। আগামী মঙ্গলবার তাঁদের দুজনকেই সিআইডির দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে শুভেন্দু অধিকারীকে তলব, এরপর তাঁর দুই ঘনিষ্ঠকে তলব অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত,আগামীকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভবানী ভবনে উপস্থিত হবার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১১ টার সময় তাঁকে উপস্থিত হতে হবে ভবানী ভবনে। জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে ভবানীভবনে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে সিআইডি। সিআইডির ৫ জন অফিসারের একটি টিম গঠন করা হয়েছে শুভেন্দু অধিকারী কে জিজ্ঞাসাবাদ করতে। ইতিপূর্বে বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির আধিকারিকেরা। তাদের বয়ানের ওপর ভিত্তি করে এবার ডাকা হলো শুভেন্দু অধিকারীকে। জানা যাচ্ছে বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদ করতে ৪৩ পৃষ্ঠার একটি প্রশ্নপত্র তৈরি করে নিয়েছেন সিআইডির আধিকারিকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!