এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দুর বড়সড় গুগলি! প্রবল ফ্যাসাদে মমতা পুলিশ, সোচ্চার বিরোধীরাও!

শুভেন্দুর বড়সড় গুগলি! প্রবল ফ্যাসাদে মমতা পুলিশ, সোচ্চার বিরোধীরাও!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অশোক কুমার সিংহ নামে এক ব্যক্তিকে থানায় ডেকে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আমহার্ট স্টিটের এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। ইতিমধ্যেই সেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড় দাবি সামনে এনেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের কাছে নাকি সিসিটিভি ফুটেজ রয়েছে। তারা কাউকে পিটিয়ে খুন করেনি। এটা নাকি বিরোধীরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এবং সেই মৃতের পরিবার মিথ্যে কথা বলছে। কিন্তু সত্যিই কি তাদের কাছে প্রকৃত সিসিটিভি ফুটেছে! নাকি যে সময়কার ঘটনা, সেই সময়কার ফুটেজ বিকৃত করে দেওয়া হয়েছে? তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আর সেই প্রশ্নই তুলে এবার শুভেন্দু অধিকারী এমন এক গুগলি দিলেন, যাতে প্রবল ফ্যাসাদে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা এবার এমন এক শর্তে বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে, যার ফলে এই আমহার্ট স্ট্রিট নিয়ে কার্যত নাস্তানাবুদ হতে হবে নবান্নকে। অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, এদিন আমহার্ট স্ট্রিটে মৃত সেই অশোক কুমার সিংহের বাড়িতে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে গিয়েই তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি দাবি করেন, “পুলিশ বলছে, তাদের কাছে নাকি সিসিটিভি রয়েছে! কিন্তু আমাদের কাছে খবর আছে, যখন এই ঘটনা হয়েছে, যখন তাকে পিটিয়ে মারা হয়েছে, তখনকার সিসিটিভি ফুটেজ বিকৃত করে দেওয়া হয়েছে, সেটা মুছে দেওয়া হয়েছে। তাই আমরা দাবি করছি, গোটা ঘটনার সিসিটিভি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক।”

আর এখানেই একাংশ বলছেন, এতেই রাজ্য সরকারের গ্যাস বেলুন ফুস হয়ে গিয়েছে। কারণ এই রাজ্যের পুলিশ এখন দলদাস হয়ে গিয়েছে। তারা অপরাধীদের ধরতে ভুলে গিয়েছে। যার কারণে আমহার্ট স্ট্রিট থানায় যে ঘটনা ঘটেছে, তাতে মুখ পুড়েছে পুলিশ মন্ত্রীর। তিনিও খুব ভালো করে জানেন যে, পিটিয়ে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। তাই সেই থানার দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিককে এখন কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন কোর্টের কাজকর্ম দেখাশোনা করছেন। তবে এসব করে পালাতে পারবেন না অভিযুক্তরা। শুভেন্দু অধিকারী যেভাবে তাদের চেপে ধরেছেন, তাতে সত্যিই যদি এটা খুনের ঘটনা ঘটে থাকে, তাহলে আগামী দিন ভয়ংকর বিপদ অপেক্ষা করছে এই পুলিশদের জন্য বলেই দাবি একাংশের।

বিরোধীদের দাবি, অশোক কুমার সিংহের নামে আগে কোনো অভিযোগ ছিল না। তিনি কোনো দোষে অভিযুক্তও ছিলেন না। অথচ তাকে থানায় ডেকে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয়ে গেল। আশ্চর্য হলেও এটাই সত্যি। যার ফলে একটা ধারণা স্পষ্ট হচ্ছে যে, পুলিশই পিটিয়ে সেই ব্যক্তিকে খুন করেছে। তাই এখন সিসিটিভি ফুটেজকে কি করে বিকৃত করা যায়, কি করে সেই মুহূর্তকে মুছে দেওয়া যায়, এই চেষ্টা প্রশাসন করবে। কারণ, তারা জানে যে, এটা একটা খুনের ঘটনা ঘটেছে। তবে সেখানে যাতে প্রশাসন বেশি গা জোয়ারি করতে না পারে, আসল বিষয় যাতে সিসিটিভিতে রক্ষিত থাকে, তার জন্য লড়াই করছেন শুভেন্দু অধিকারী। তাই সিসিটিভি ফুটেজ সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠিয়ে আসল তথ্য উদ্ধার করা হলেই সমস্ত দাদাগিরি বন্ধ হয়ে যাবে মমতা পুলিশের। আর তখন আইনের রক্ষক যে ভক্ষক হয়ে গিয়েছে, তা স্পষ্ট হবে বলেই দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, আমহার্ট স্ট্রিটের ঘটনা গোটা রাজ্যবাসীর গা শিউরে দিয়েছে। কি করে পুলিশ আইন হাতে তুলে নিতে পারে, কি করে থানায় এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলতে পারে? আজকে পুলিশের উপর কি করে সাধারণ মানুষ ভরসা করবে? এই সমস্ত প্রশ্ন তুলছে বিরোধীরা। আজকে একটা মানুষকে মেরে ফেলার পরেও সেই পুলিশের মুখে বড় বড় কথা। তারা বলছে, সিসিটিভি ফুটেজ নাকি তাদের কাছে রয়েছে। কিন্তু যারা একজনকে মেরে ফেলতে পারে, তারা সেই সিসিটিভি ফুটেজ বিকৃত করে দিতেও দু মিনিট নেবে না। কারন সেই ফুটেজ সামনে চলে এলে তাদের কুকীর্তি ধরা পড়ে যাবে। তাই সত্য তথ্য সামনে আনতে হলে অবিলম্বে সেই সিসিটিভি ফুটেজ রক্ষার দিকে সকলকে মনোযোগী হতে হবে। হস্তক্ষেপ করতে হবে বিচার ব্যবস্থাকে। আর তাহলেই সঠিক তথ্য উঠে আসবে। এক্ষেত্রে যদি সেই থানার ভেতরের ঘটনা সিসিটিভি ফুটেজে না থাকে, তাহলে ধরে নিতে হবে, শুভেন্দু অধিকারীর দাবিই সত্যি। আদতে পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে সেই অশোক কুমার সিংহকে পিটিয়ে মেরে ফেলেছে। বিরোধী দলনেতার বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!