এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর কথাই সত্যি? শেষমেষ সাংসদ পদেও ইস্তফা! দেবের পোস্টে তুমুল জল্পনা!

শুভেন্দুর কথাই সত্যি? শেষমেষ সাংসদ পদেও ইস্তফা! দেবের পোস্টে তুমুল জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন শুভেন্দু অধিকারীকে জননেতা বলা হবে না বলুন তো? যে যে কথা তিনি বিরোধী দলনেতা হওয়ার পর থেকে এই সরকারের বিরুদ্ধে বলেছেন, সেই সেই কথা হুবহু মিলে গিয়েছে। এবার কি দেবকে নিয়ে করা তার মন্তব্যেও আসতে চলেছে বড়সড় মিল? তিনটি সরকারি পদে ইস্তফা দেওয়ার পর থেকে দীপক অধিকারী ওরফে দেবের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটা জল্পনা চলছিল। আর সেই সময়ই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, অপেক্ষা করুন। এরপর সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে। এমত পরিস্থিতিতে  হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের একটি পোস্ট তুমুল জল্পনা বাড়িয়ে দিল। সেখানে তিনি যা লিখেছেন এবং যে ছবি দিয়েছেন, তাতে অনেকেই বলছেন যে, হয়ত এবার শুভেন্দু অধিকারীর কথাই সত্যি হতে চলেছে। কিন্তু কি এমন পোস্ট করলেন দীপক অধিকারী? তাহলে কি এবার তৃণমূলে সেই দেবকে নিয়েও আসতে চলেছে বড়সড় ধাক্কা!

সূত্রের খবর,  সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তৃণমূল সাংসদ দেব। যেখানে সংসদ ভবনে তার নিজের বসে থাকা সিটের ছবি দিয়ে তিনি একটি ক্যাপশন লেখেন। ইংরেজিতে লেখা সেই ক্যাপশনের বাংলা অর্থ, “আর কয়েক ঘন্টা….।” আর এখানেই জল্পনা তৈরি হয়েছে যে, তাহলে কি এবার নিজের সাংসদ পদ নিয়েও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন দীপক অধিকারী! তা না হলে হঠাৎ করে নিজের লোকসভায় বসে থাকা আসনের ছবি দিয়ে “আর কয়েক ঘন্টা” বলে পোস্ট করতে গেলেন কেন! অনেকে বলছেন, রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বা রাজনৈতিক নেতাদের মত কথা বলার অভ্যাস দীপক অধিকারীর মধ্যে নেই। তিনি সব রকম বিতর্ক থেকে দূরে থাকেন। কিন্তু তা সত্ত্বেও তাকে জোর করে রাজনীতির ময়দানে থাকতে বাধ্য করেছে এই রাজ্যের শাসক দল। সম্প্রতি মেদিনীপুর নিয়ে বৈঠকে দেবকে যে আবার প্রার্থী করা হবে, তার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছুদিন আগেই তিনটি সরকারি কমিটি থেকে তার ইস্তফার পরেই মনে করা হয়েছিল যে, এবার বড় কিছু একটা হতে চলেছে। অবশেষে সেই দিকেই কি ইঙ্গিত করলো দীপক অধিকারীর এই পোস্ট! কি হবে আর কয়েক ঘন্টা পরে?

বিজেপির দাবি, কি হবে তার সময়ই বলতে পারবে। তবে দেবের মত মানুষ এই চোরেদের সঙ্গে হয়ত থাকতে চাইছেন না। সেই কারণেই তার এই ইঙ্গিতবহ পোস্ট তিনি করেছেন। তবে পদক্ষেপ না নেওয়ার আগে কিছু বলা উচিত নয়। দেব সাংসদ পদ ছাড়বেন নাকি ছাড়বেন না, সেটা সময় বলবে। কিন্তু যারা মাথা তুলে রাজনীতি করেন, যারা সততার সঙ্গে টিকে থাকতে চান, তারা কেউ তৃণমূলের সঙ্গে থাকবেন না বলেই দাবি গেরুয়া শিবিরের। পর্যবেক্ষকদের মতে, যে ধরনের পোস্ট দেব সোশ্যাল মিডিয়ায় করেছেন, তাতে বিষয়টা কিন্তু একটা বড় দিকে ইঙ্গিত করছে। আর সেই ইঙ্গিত শুভেন্দু অধিকারীর বক্তব্যের দিকেই যাচ্ছে। তা না হলে নিজের লোকসভার আসনের ছবি দিয়ে “আর কয়েক ঘন্টা” বলে ক্যাপশন দিতেন না দীপক অধিকারী। অর্থাৎ তিনি ঘুরিয়ে হলেও বুঝিয়ে দিলেন যে, তিনি আর এই সাংসদ পদে থাকছেন না। তিনি এবার হয়ত সেখান থেকে ইস্তফা দিতে চলেছেন। যার আভাস কিছুদিন আগেই দিয়ে দিয়েছিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি। তাই দেবের এই বেঁধে দেওয়া কয়েক ঘন্টা কখন শেষ হয় এবং তারপর তিনি কি সিদ্ধান্ত নেন এবং তার প্রভাব কতটা পড়ে বঙ্গ রাজনীতিতে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!