এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই জানুন ছাত্রাবস্থা থেকে তাঁর আজকের উত্থানের অজানা কাহিনী

শুভেন্দুর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই জানুন ছাত্রাবস্থা থেকে তাঁর আজকের উত্থানের অজানা কাহিনী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টরাজ্য রাজনীতিতে এখন সব থেকে বেশি জল্পনা তৈরি হয়েছে যাকে নিয়ে, তার নাম শুভেন্দু অধিকারী। তৃণমূল দল এবং সরকারের সঙ্গে ক্রমশ দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে তাকে। অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ঘুরিয়ে এমন কিছু মন্তব্য করছেন রাজ্যের পরিবহনমন্ত্রী, যা নিঃসন্দেহে চাঞ্চল্য তৈরি হয়েছে। একাংশ বলছেন, ভাইফোটার পর তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে পারেন শুভেন্দু অধিকারী। আর যদি সত্যিই এমনটা হয়, তাহলে তৃণমূলের এই হেভিওয়েট নেতার হাত ধরেই যে তৃণমূল কংগ্রেসের অনেকেই দল থেকে বেরিয়ে আসবেন, তা বলাই যায়।

যার ফলে এখন সেই শুভেন্দু অধিকারী কি করেন, তার দিকে নজর রয়েছে প্রত্যেকের। তবে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী হয়ে ওঠার পেছনে পরিশ্রম কিন্তু কম নেই। ছাত্রাবস্থ থেকেই লড়াই, সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করার চাহিদা তৈরি হয়েছিল এই শুভেন্দুবাবুর মধ্যে‌। পরবর্তীতে ছাত্র রাজনীতি করে কাউন্সিলর, সাংসদ, বিধায়ক, মন্ত্রী সমস্ত কিছুই হয়েছেন তিনি। কিন্তু কিভাবে এই এক একটা সিঁড়ির ধাপ পেরোলেন!

জানা গেছে, 1970 সালের 15 ডিসেম্বর জন্মগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। ছোটবেলায় নিয়ম করে রামকৃষ্ণ মিশনে গিয়ে সেখানকার ভোগ খেতেন রাজ্যের পরিবহনমন্ত্রী। তবে ছেলেবেলা থেকেই শুভেন্দু অধিকারীর সংসারের প্রতি দূরত্ব মনোভাব তার বাবার শিশির অধিকারীকে কিছুটা হলেও চিন্তায় ফেলেছিল। পরবর্তীতে আর সংসার জীবন পালন করেননি রাজ্যের পরিবহনমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্টে নিজের মত করে রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছেন। পরবর্তীতে কাঁথি কলেজে রাজনীতিতে হাতেখড়ি হয় শুভেন্দু অধিকারীর এখানে কংগ্রেসের দুটি গোষ্ঠী থাকলেও সোমেন মিত্র গোষ্ঠীর হয়ে নির্বাচনে লড়াই করেন শুভেন্দু অধিকারী। সাফল্যও পান। পরবর্তীতে 1995 সালের কাঁথি পৌরসভায় কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হন তিনি। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর বাবা শিশির অধিকারী এবং ছেলে শুভেন্দু অধিকারী যোগ দেন ঘাসফুল শিবিরে। তারপর লোকসভা থেকে শুরু করে বিধানসভায় ব্যাপক সাফল্য পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃনমূলের সংগঠনেও গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন তিনি।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এহেন শুভেন্দু অধিকারী যত দিন যাচ্ছে, ততই বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন। যেখানে দলের গুরুত্বপূর্ণ জায়গা না পেয়ে দল এবং সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন তিনি। নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে, তিনি তৃনমূল ত্যাগ করতে পারেন। আর শুভেন্দু অধিকারীর মত দক্ষ সাংগঠনিক মুখ যদি গেরুয়া শিবিরে নাম লেখায়, তাহলে তা তৃনমূলের কাছে অত্যন্ত চাপের হবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!