তন্ময় ঘোষের দলত্যাগ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ, একরাশ অভিযোগে বিদ্ধ করলেন তৃণমূলকে তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য August 30, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই, বাড়ছিল দলের কর্মসূচিতে অনুপস্থিতি। অবশেষে আজ সম্পূর্ণ হলো বৃত্ত। আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেছেন, বিজেপি বাংলার সংস্কৃতিকে বোঝে না। বিজেপি বাংলা সংস্কৃতি বিরোধী কাজ করছে। এর প্রতিবাদেই তৃণমূলে যোগদান করেছেন তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এবার বিধায়ক তন্ময় ঘোষের দলত্যাগ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, ভয় দেখিয়ে একাজ করানো হয়েছে। দীর্ঘদিন ধরে তন্ময় ঘোষকে ভয় দেখানো হচ্ছিল। বহুদিন দলের কোনো অনুষ্ঠানে তিনি যোগ দেননি। এমনকি রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মামলাতেও তাঁকে ট্যাগ করা হয়েছিল। তাই বাধ্য হয়েই তৃণমূলের যোগদান করেছেন তিনি। আবার, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, জোর করে ভয় দেখিয়ে তাঁকে তৃণমূলে যোগদান করতে বাধ্য করা হয়েছে। তাঁর তৃণমূলে যোগদান সম্পর্কে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন যে, নিজের ১০০ কোটি টাকার সম্পত্তি বাঁচাতে তৃণমূলে যোগদান করেছেন তিনি। বিষ্ণুপুরের মানুষের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর যদি সৎ সাহস থাকে, তবে বিজেপির বিধায়ক পদ ছেড়ে দিয়ে আবার নির্বাচনে লড়াই করার সাহস দেখান তিনি। আপনার মতামত জানান -