এখন পড়ছেন
হোম > অন্যান্য > মাত্র ২২ বছরেই তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতে টেনিস দুনিয়ায় ‘জাপানি ঝড়ের’ ইঙ্গিত নাওমি ওসাকার

মাত্র ২২ বছরেই তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতে টেনিস দুনিয়ায় ‘জাপানি ঝড়ের’ ইঙ্গিত নাওমি ওসাকার


 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেকেই হয়ত মনে করেন, জীবনে কোন কিছু অ্যাচিভ করতে গেলে একটা নির্দিষ্ট বয়সের প্রয়োজন হয়। সেই বয়স পর্যন্ত মানুষকে প্রশিক্ষণ নিতে হয়, পরিশ্রম করতে হয়। তারপর সেই বিশেষ ক্ষেত্রে প্রশিক্ষণের পর মানুষ তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লড়াইয়ে মানুষটি অংশগ্রহণ করে। এরপর তার প্রচেষ্টা, নিষ্ঠা এগুলোর মাধ্যমে সে কাঙ্খিত সাফল্য অর্জন করতে এগিয়ে যায় নিজের লক্ষ্যে। তবে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে বয়স যে কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেই কথা অনেকেই হয়ত স্বীকার করে নেবেন। তবে বলে রাখা দরকার, এই কথাই আবারও প্রমাণ করে দিয়েছেন নাওমি ওসাকা।

সম্প্রতি মাত্র ২২ বছর বয়সে এই জাপানি তারকা জিতে নিয়েছেন তাঁর ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম পুরস্কার। শুনতে অবাক লাগলেও এদিন ইউএস ওপেনের ফাইনালে ওসাকা হারিয়ে দিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। তবে এর আগেও ২০১৮ এবং ২০১৯ সালে তিনি দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। যার মধ্যে একটি ছিল ২০১৮ ইউএস ওপেন এবং ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন। তবে এদিন খেলার ফল ছিল তাঁর পক্ষে ১-৬,৬-৩,৬-৩। আজারেঙ্কার কাছে হেরে যাওয়ার যদিও অখুশির বলে মনে হয়নি, তবুও ওসাকার কাছে কিন্তু এটা বেশ কঠিন ছিল। তবে কেমন ছিল এদিনের লড়াইটা?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেখা গেছে, ফ্লাশিং মিডোয় এদিনের লড়াইটা ওসাকার পক্ষে মোটেও সহজ ছিল না। প্রথম সেটেই তিনি আজারেঙ্কার কাছে ১–৬ গেমে হেরে যান। তখন সেটি শেষ হতে বাকি ছিল মাত্র ২৬ মিনিট। এরপর ম্যাচের দ্বিতীয় সেট শুরু হলে এই জাপানি তারকার মারকাটারি মনোভাব খেলার মোড় ঘুরিয়ে দেয়। দেখা যায়, এরপর পরপর দু’‌টি সেট ৬–৩ গেমে জিতে ম্যাচ এবং টুর্নামেন্ট দুটোকেই জিতে নেন তিনি। তবে ম্যাচ শেষেও তাঁকে প্রতিপক্ষের প্রতি সম্মান জানাতে দেখা গেছে। তাঁর কথায়, তিনি ম্যাচটা মোটেও উপভোগ করেননি। কারণ তাঁর কাছে খুবই কঠিন লড়াই ছিল সেটা। তিনি ভেবেছিলেন ম্যাচ হয়তো ১ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে। হেরে যাবেন তিনি। তবে ব্যাপারটা তখন তাঁর কাছে লজ্জারই হতো। তাই প্রথম সেট হারার পর তিনি পালটা লড়াই শুরু করেন বলেই জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, জাপানের টেনিস তারকা ওসাকা তিন বছর বয়স থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন ও সেখানেই প্রশিক্ষণ নিয়েছেন। ২০১৪ সালের স্ট্যানফোর্ড ক্লাসিকের ডাব্লুটিএ ট্যুরে তাঁর অভিষেকের সময় তিনি প্রাক্তন মার্কিন ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুরকে হারিয়েছিলেন। তখন তাঁর বয়েস ছিল ষোল বছর। এর দুবছর পরে, ইন্ডিয়ান ওয়েলস ওপেনের প্রথম ডাব্লুটিএ শিরোপা জিতেছিলেন। এছাড়াও ওসাকা বিশ্বের অন্যতম বিপণনযোগ্য অ্যাথলেট হিসেবেও পরিচিত। ২০২০ সালের বার্ষিক আয় অনুযায়ী তিনি সর্বোচ্চ উপার্জনকারী মহিলা অ্যাথলেট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!