এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী বিরোধীতায় এবার কংগ্রেসের হাত শক্ত করতে চলেছে বামফ্রন্টের কট্টরপন্থী নেতারাও – জানুন বিস্তারিত

মোদী বিরোধীতায় এবার কংগ্রেসের হাত শক্ত করতে চলেছে বামফ্রন্টের কট্টরপন্থী নেতারাও – জানুন বিস্তারিত


আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের সাথে এক মঞ্চে সিপিএম থাকবে কিনা সেই ব্যাপারে এখনও কোনোরুপ সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

তবে আজ থেকে শুরু হওয়া সংসদের এই শীতকালীন অধিবেশনে সেই কংগ্রেসকে সাথে নিয়ে যে মোদী বিরোধিতায় বিজেপির ওপর প্রবল চাপ বাড়াবে সিপিএম, সেই ব্যাপারে একটি ব্লু প্রিন্ট তৈরি করতে শুরু করেছেন নয়াদিল্লির এ কে গোপালন ভবনের কর্তারা।

সূত্রের খবর, আসন্ন শীতকালীন অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাফাল কেলেঙ্কারি নিয়ে যাতে প্রবল চাপ বাড়ানো যায় সেইজন্য সংসদে কংগ্রেসের সাথে কক্ষ সমন্বয়ের সম্ভাবনা রয়েছে সিপিএমের।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে অস্তিত্ব সংকট দেখা দিয়েছে বামেদের। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনের আগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে না পারলে সত্যি সত্যিই অস্তিত্বহীনতায় ভুগবে সিপিএম।

আর তাই জাতীয় স্তরে নিজেদের অস্তিত্ব রাখতে এবার রাফাল কেলেঙ্কারির ইস্যু নিয়ে কংগ্রেসের সঙ্গে পথে নামতে চায় তাঁরা। তবে শুধু রাফাল কেলেঙ্কারিই নয়, সারা দেশে কৃষি সংকট, পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকেও হাতিয়ার করে সংসদে এবার বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চায় সিপিএম।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বামপন্থী কৃষক সংগঠনগুলোর ডাকে কেন্দ্রীয়ভাবে দিল্লিতে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রায় বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই প্রথম ধাপের সেই সমাবেশের সাফল্য অনুভব করেই এবার সেই নিজেদের কৃষকদরদী ভাবমূর্তি সংসদে এনে বিজেপির ওপর প্রবল চাপ সৃষ্টির চেষ্টায় বামেরা।

কিন্তু যেখানে সিপিএমের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখনও সারা দেশে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়নি, সেখানে সংসদে কংগ্রেস- সিপিএমের এই কক্ষ সমন্বয় আদৌ কি সম্ভব?

সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গেছে, কিছুদিন আগেই কংগ্রেসের মধ্যে নরম হিন্দুত্বের প্রবণতা রয়েছে বলে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি একটি অভিযোগ জানিয়েছিলেন।

দলের একাংশের মতে, বিজেপিকে সরাতে সংসদের ভেতরে বা প্রকাশ্যে অন্য কোন ধর্মনিরপেক্ষ শক্তির সাথে হাত মেলাতে বামেদের কোন আপত্তি নেই। কিন্তু অন্যান্য দলগুলির সঙ্গে নির্বাচনী সমঝোতাতে যেতে একটু আপত্তি রয়েছে সিপিএমের প্রকাশ কারাত পন্থীদের।

আর তাই ভবিষ্যতের সম্ভাবনাকে ভবিষ্যতের দরজায় ঠেলে দিয়ে আপাতত সংসদে সেই কংগ্রেসকে সাথে নিয়েই বিজেপি বিরোধী ইস্যুকে চাগাড় দিয়ে গেরুয়া শিবিরকে চাপে রাখতে মরিয়া সিপিএম। সব মিলিয়ে এবার সংসদে রাফাল কেলেঙ্কারিকে ঢাল করে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে পাশে পেতে চাইছে সিপিএম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!