এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তিরস্কার আদালতের, করোনায় ক্ষতিপূরণ নিয়ে ফের ব্যাকফুটে রাজ্য!

তিরস্কার আদালতের, করোনায় ক্ষতিপূরণ নিয়ে ফের ব্যাকফুটে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এবার করোনা ভাইরাসে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে বড়সড় চাপের মুখে পড়ে গেল রাজ্য সরকার। যেখানে কেন করোনা ভাইরাসের সংকটজনক মুহূর্তে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিল আদালত। স্বভাবতই এই প্রশ্নের মুখে পড়ে এখন রীতিমত অস্বস্তিতে রাজ্য সরকার। বলা বাহুল্য, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী যে সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কাররা করোনা ভাইরাসের সময় সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু এখনও পর্যন্ত তা ঠিকমতো পালন করা হচ্ছে না। আর তার ফলেই একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিতে দেখা গেল কলকাতা হাইকোর্টকে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে একটি প্রশ্ন করা হয়। যেখানে এক আইনজীবীর পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, করোনা ভাইরাসের সময় প্রথম সারির যোদ্ধাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও সেই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আর তারপরেই সেই অভিযোগের ভিত্তিতে এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেয় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যেখানে কেন এখনও পর্যন্ত সেই ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তার ব্যাপারে প্রশ্ন করা হয় রাজ্য সরকারকে। পাশাপাশি এই ব্যাপারে রাজ্যের কাছে জবাবদিহিও তলব করে আদালত। আর করোনা ভাইরাসের সময় সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যেভাবে রাজ্য সরকারকে প্রশ্নের মুখে দাঁড়িয়ে করিয়ে দিল আদালত, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং প্রশাসনের বিড়ম্বনা যে দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, রাজ্য সরকারের পক্ষ থেকে একসময় ঘোষণা করা হয়েছিল করোনা ভাইরাসের সময় প্রথম সারির যোদ্ধাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এক্ষেত্রে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বাস পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের করোনা আক্রান্ত হলে এক লক্ষ টাকা প্রদান করা হবে বলে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি করোনা ভাইরাসে যদি এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কারও মৃত্যু হয়, তাহলে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। আর তার পরিপ্রেক্ষিতেই রাজ্যকে প্রশ্ন করে অস্বস্তি বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে রাজ্যের পক্ষ থেকে এই ব্যাপারে জবাবদিহি হিসেবে কলকাতা হাইকোর্টের কাছে কি যুক্তি পেশ করা হয় এবং তাতে কতটা সন্তুষ্ট হয় আদালত, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!