এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলের ‘চড়ের’ পাল্টা ‘গাল কামড়ে’ অভিনব প্রতিরোধ বিজেপির, হাসপাতালে তৃণমূল কর্মী

তৃণমূলের ‘চড়ের’ পাল্টা ‘গাল কামড়ে’ অভিনব প্রতিরোধ বিজেপির, হাসপাতালে তৃণমূল কর্মী


রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে উপলক্ষ্যে করে রাজ্য জুড়ে বিচ্ছিন্ন ভাবে ঘটে চলা হানাহানি ও হিংসার ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গবাসী আগে থেকেই। কিন্তু এদিন পূর্ব বর্ধমানের আউশগ্রামের ঘটনার কোনো প্রাক্তন সংস্করণ এর আগে কোনো স্বাভাবিক সময়ে বা উত্তাল সময়ে অভিজ্ঞতা লাভের সুযোগ রাজ্যবাসী পেয়েছেন বলে মনে হয়না। এদিন পূর্ব বর্ধমানের আউশগ্রামে দুই পরস্পর বিরোধী দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির দুই নেতার মধ্যে প্রথম দিকে বাকযুদ্ধ শুরু হয় কিছু সময় পর তা হাতাহাতিতে উত্তীর্ণ হয়। অভিযোগ হাতাহাতির সময় তৃণমূলের নেতা বিজেপি নেতাকে চড় থাপ্পর দেয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই কাজের দ্রুত প্রতিশোধ নিতে বিজেপি কর্মী কামড় বসালেন তৃণমূল নেতার গালে। এই ঘটনায় কার্যতই আহত তৃণমূল নেতা আশিস প্রামাণিককে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। আহত আশিস প্রামাণিক ঐ বিজেপি কর্মী রাজু রায়ের নামে নিকটবর্তী গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রের খবর অনুযাই শুক্রবার গুসকরায় আউশগ্রাম ১ ব্লক অফিসে দ্বারিয়াপুরের কয়েকজন তৃণমূল প্রার্থীর মনোনয়ন পত্র পেশ করার পরিকল্পনা ছিল । তাঁদেরকে সঙ্গে করে নিয়ে আসার জন্য দ্বারিয়াপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন আশিসবাবু। তখন রাজু রায় বাসস্ট্যান্ডে আসছিলেন। এদিকে রাজুর দেওয়া বয়ান অনুযাই,”আশিস প্রামাণিক তাঁকে উলটোপালটা বলতে থাকেন। হুমকিও দেন। প্রতিবাদ করলে বয়সে প্রবীণ আশিসবাবু চড়-থাপ্পড় বসিয়ে দেন রাজুর গালে।” এরপরই আশিসবাবুর সাথে রাজুর ধস্তাধস্তি হয়। তারপর রাজু কামড় বসিয়ে দেন আশিসবাবুর গালে। আচমকা কামড় খাওয়ার পরে আশিস বাবু গালে হাত দিয়ে রাস্তায় শুয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে যায় আশিস বাবুর ছেলে। তৎক্ষনাৎ পার্শ্ববর্তী গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আশিসবাবুকে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, “আশিসবাবুর গালে গভীর ক্ষতের কারণে সাতটি সেলাই দিতে হয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!