এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল সদস্যকে ‘ভাঙিয়ে’ নিজেদের দলে টেনে বোর্ড গঠন করল বিজেপি,অভিযোগ তৃণমূলের

তৃণমূল সদস্যকে ‘ভাঙিয়ে’ নিজেদের দলে টেনে বোর্ড গঠন করল বিজেপি,অভিযোগ তৃণমূলের


লোকসভা ভোটের আগে ধাক্কা অব্যাহত তৃণমূলে। দফায় দফায় দল ছাড়ছেন কর্মী-সমর্থকরা। এবং প্রতিপক্ষ বিজেপির টিকিট কাটছেন প্রকাশ্যে। এমনিতেই পঞ্চায়েত নির্বাচন পর্ব থেকে রাজ্যে দ্বিতীয় শক্তিধর রাজনৈতিক দল হিসাবে উত্থান হয়েছে বিজেপির। কোনো কোনো এলাকায় তো শাসকদলকেই টেক্কা দিয়েছে বিজেপি। এর জেরে বিজেপি যথেষ্ট মাথাব্যাথার কারণ হয়েছে তৃণমূলের।

কীকরে বিজেপিকে রোখা যায় তার জন্যে একের পর এক ছক কষে যাচ্ছে তৃণমূল সরকার।অন্যদিকে,তৃণমূলের সংগঠনকে দূর্বল করে দিয়ে দলীয় কর্মীরা বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছেন। এদিন বাঁকুড়ার মানকানালী গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রেক্ষিতে অস্বস্তিতে পড়ল তৃণমূল। তৃণমূল সদস্যকে ‘ভাঙিয়ে’ নিজেদের দলে টেনে বোর্ড গঠন করল বিজেপি,এমনটাই অভিযোগ।তৃণমূলকে কোনঠাসা করে বোর্ড গঠন করে নিজেদের দখল নিয়ে খুশির জোয়ারে ভাসলো বিজেপি।

এবারের পঞ্চায়েত নির্বাচনে ১৫ সদস্যের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৮ টি আসন পেয়ে জয় লাভ করে। ওদিকে সমানে সমানে লড়াই করেও তৃণমূলের দখলে আসে ৭ টি আসন। এদিন বোর্ড গঠনের সময় হঠাৎ দেখা যায় তৃণমূলের এক সদস্য বিজেপিকে ভোট দিচ্ছে। এর ফলে বিজেপি পায় ৯ টি আসন আর তৃণমূল ৬ টি। সংখ্যাগরিষ্ঠতার জেরে বিজেপি পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব পায়। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়। অশান্তি এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করে প্রশাসন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিজেপি কিন্তু নিজস্ব মতামত ব্যক্ত করেছে। এলাকার উন্নয়ন একমাত্র বিজেপির মাধ্যমেই সম্ভব। এটা তৃণমূলও জানে। তাই দল ছেড়ে বিজেপিকে বোর্ড গঠনে সমর্থন করেছে তৃণমূলেরই এক সদস্য,এমনটাই দাবীতে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে বিজেপি ষড়যন্ত্র করে বিরোধী দলের সদস্যকে নিজেদের দিকে টেনেছে,এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবী করলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!