এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > তৃণমূলের বর্তমান অবস্থা ‘ফাঁস’ করে দিলেন দিলীপ ঘোষ! তুমুল জল্পনা শুরু রাজ্য-রাজনীতিতে!

তৃণমূলের বর্তমান অবস্থা ‘ফাঁস’ করে দিলেন দিলীপ ঘোষ! তুমুল জল্পনা শুরু রাজ্য-রাজনীতিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের শাসক দল ও বিরোধী দলগুলোর প্রায় ‘নারদ-নারদ’ অবস্থা। প্রথমে এক দলের অপরের বিরুদ্ধে অভিযোগ, ক্ষোভ প্রদর্শন, এরপর অভিযুক্ত দলের অভিযোগ খণ্ডনের পালা, তারপর পূর্বদলের প্রতি তার অভিযোগ বর্ষণ। এমনই গড্ডালিকায় অভ্যস্ত হয়ে পড়েছেন বাংলার জনগণ। বিভিন্ন দলের রাজনৈতিক কারবারিদের একের বিরুদ্ধে অপরের ব্যক্তি আক্রমণের মাত্রাও বৃদ্ধি পেয়েছে বহুগুনে।

এই আবহে গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শাসক দল তৃণমূলের প্রতি একাধিক অভিযোগ উত্থাপন করলেন। প্রসঙ্গত গতকাল মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমা শাসকের নিকট অবস্থান বিক্ষোভের আয়োজন করেছিল বিজেপি। অম্ফানের ক্ষতিপূরণ বিষয়ে শাসকদলের দুর্নীতি ও কৃষক দলের সমর্থনে চলে তাদের এই অবস্থা বিক্ষোভ।

বিজেপির বেশকিছু প্রভাবশালী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। গতকালের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির যুব মোর্চার একাধিক নেতৃত্ববর্গ। গতকাল ডায়মন্ড হারবারে এই সভায় যোগদান করতে এসেছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য। বৈঠকে আসবার সময় ডায়মন্ড হারবারের স্রোতের পোলে তাঁর গাড়িতে কয়েক জন দুষ্কৃতী হঠাৎ হামলা চালায় অভিযোগ উঠেছে। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। মারধর ও হেনস্থা করা হয়েছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুষ্কৃতীদের অতর্কিত এই আক্রমণে আহত হয়েছেন ৬ জন বিজেপি সদস্য। দলের প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্যের উপর এই হামলার প্রতিবাদ জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসকদল তৃণমূলের তীব্র নিন্দা করে সভা মঞ্চ থেকে জানালেন, ” তৃণমূল দলটি এখন চুরি-ছিনতাই দলে পরিণত হয়েছে।” শমীক ভট্টাচার্যের উপরে হওয়া এই হামলার সমস্ত বিবরণ তাঁর বক্তব্যে তুলে ধরে, তিনি শাসকদল তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করার ডাক দেন।

গতকালের বৈঠকে একাধিক বিষয় নিয়ে শাসক দলের প্রতি সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দীপ্ত কণ্ঠে তিনি জানালেন যে, শাসকদলের যে সমস্ত নেতা রাজ্যজুড়ে গন্ডগোল বাধাচ্ছেন, দুর্নীতি করছেন, রাজ্যের শাসন ক্ষমতার বদলের পর এই সমস্ত তৃণমূল নেতৃত্ব জেলের ভাত খাবেন। এর সঙ্গে সঙ্গেই রাজ্য সভাপতি আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দানে দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতা-নেত্রীদের উপযুক্ত শাস্তির দাবি দেওয়া হবে বলে জানালেন।

গত রবিবার রাতে টিটাগড়ে মনীশ শুক্লার হত্যার ঘটনায় তিনি কেন্দ্রীয় তদন্তের দাবি জানালেন। সেইসঙ্গে রাজ্যের সমস্ত হত্যাকাণ্ডের জন্য তিনি উপযুক্ত তদন্তর দাবি জানালেন। এভাবেই গতকাল ডায়মন্ড হারবারে নিজের স্বভাবসিদ্ধ লড়াকু ভঙ্গিমায় উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শাসক দলের প্রতি একাধিক বজ্রনির্ঘোষ করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!