এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার তৃণমূলের হেভিওয়েট নেতাকে খুনের হুমকি, জোর শোরগোল রাজ্যে

এবার তৃণমূলের হেভিওয়েট নেতাকে খুনের হুমকি, জোর শোরগোল রাজ্যে

এখন দেশে জ্বলন্ত ইস্যুতে হলো ক্যাব এবং এনআরসি। আর এই নিয়েই তৃণমূল নেত্রী সরব হয়েছেন। পিছিয়ে নেই দলের নেতারাও। আর এই নিয়েই ক্যাব এবং এনআরসি বিরোধী মিছিলের প্রচারে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন দিনহাটার বিধায়ক তথা তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক উদয়ন গুহ।

আর সেই নিয়েই বিপত্তি শুরু। জানা যাচ্ছে তুষার বিশ্বাস নামে এক জন উদয়নবাবুকে খুন করার হুমকি দিয়ে কমেন্ট করেছেন। অবশ্য কমেন্ট চোখে আসার পরেই এই নিয়ে পুলিশে রিপোর্ট করেন। পুলিশ তদন্তে নেমেছে। তবে প্রাথমিকভাবেই মনে করছেন একটি ফেক প্রোফাইল থেকে ওই হুমকি দেওয়া হয়েছে। তবে তৃণমূলের দাবি – বিজেপি এই কাজ করেছে কেননা ওই প্রোফাইলের বন্ধু তালিকায় একাধিক বিজেপি নেতা রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি তাদের দাবি – এ সব তৃণমূলেরই চক্রান্ত। কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর বলেন, ‘ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি বলেন, ‘শান্ত পরিবেশ অশান্ত করে তোলাই বিজেপির লক্ষ্য। সে জন্য পরিকল্পিত ভাবে এ সব করা হচ্ছে। পুলিশকে সব জানিয়েছি। কোচবিহার ফিরে লিখিত অভিযোগ করব।’

বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর জানান, ‘ফেসবুকে অনেকের সঙ্গেই অনেকের বন্ধুত্ব রয়েছে। মানুষ তৃণমূলের সঙ্গে নেই। ক্যাব পাশ হওয়ার পরে তা বুঝতে পেরেছে তৃণমূল। তাই নানা ভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এক্ষেত্রেও তাই হয়েছে। বিজেপির নাম জড়িয়ে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!