এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ফের তৃণমূলের ঘর ভাঙলেন বাবুল-মুকুল, জেনে নিন বিস্তারিত

ফের তৃণমূলের ঘর ভাঙলেন বাবুল-মুকুল, জেনে নিন বিস্তারিত

কয়েকদিন আগেই তৃণমূলের ঘর ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র খাঁ। আর তারপর যোগ দিয়েছেন শঙ্কুদেব পান্ডা। আর এরপর আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ২৩ জন তৃণমূল কর্মী।

জানা যাচ্ছে গতকাল আসানসোলে একটি বিজেপির কর্মিসভা অনুষ্ঠিত হয় আর সেখানেই প্রাক্তন তৃণমূল নেতা প্রদীপ পালের নেতৃত্বে ২৩ জন তৃণমূল কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।

এদিন এনাদের যোগদান নিয়ে বাবুলবাবু জানান যে, পাণ্ডবেশ্বরে সন্ত্রাস থেকে বাঁচতেই বিজেপিতে যোগ দিয়েছেন ওই ২৩ জন কর্মী। যোগদানকারীরা জানান যে তাঁরা আর তৃণমূলের উপর আস্থা রাখতে না পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আসন্ন লোকসভা ভোটে আসানসোলে বিজেপি বনাম শাসকদলের লড়াই যে জমে উঠতে চলেছে তা জানালেন মুকুল রায়। এদিন তিনি বলেন, লোকসভা ভোটে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়ই।
পাশাপাশি বলেন যে, “বাবুল সুপ্রিয় শুধু প্রার্থী হচ্ছেন না, তিনি গতবারের চেয়েও বেশি ভোটে জিতবেন।”

এই নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, “মন্ত্রী হিসেবে আজই আসানসোলে আমার শেষ সভা। এরপর আগামী ২৮ তারিখ আমি আমার স্ত্রী’কে নিয়ে ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনের দামামা বাজাব।”

এদিকে বিধায়ক তথা আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিধানসভা কেন্দ্র থেকে এইভাবে বিজেপির দল ভারীকরায় বিজেপির পাল্লা সামনের লোকসভা ভোটে ভারী হলো বলেই মত বিজেপির। অন্যদিকে বিষয়টিকে গুরুত্ত্ব দিতে নারাজ তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!