এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দীপাবলীর রাতেই লোকান্তরে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, শোকের ছায়া বঙ্গ রাজনীতিতে

দীপাবলীর রাতেই লোকান্তরে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, শোকের ছায়া বঙ্গ রাজনীতিতে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীপাবলীর রোশনাইয়ের রাতেই বড়োসড়ো অন্ধকার নেমে এলো রাজ্যের শাসক শিবিরে। লোকান্তরিত হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। কালীপুজোর রাতে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে। রাত ৯টা বেজে ২২ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

গত ২৪ সে অক্টোবর শারীরিক অসুস্থতা বোধ করেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এর পরে আনা হয়েছিল তাঁকে এসএসকেএম হাসপাতালে। অল্প সময়ের মধ্যেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশন বা বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছিল। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হতে শুরু করে। গত সোমবার এনজিওপ্লাস্টি করে তাঁর হৃদপিন্ডে স্টেন্ট বসানো হয়েছিল। অপারেশন হয়ে যাবার পর দুদিন আইসিইউতে ছিলেন। তবে গতকাল সকালে তাকে স্থানান্তর করা হয় উডবার্ন ওয়ার্ডে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল দুপুর থেকেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। দুবার তিনি হূদরোগে আক্রান্ত আক্রান্ত হন। দ্রুত তাকে কার্ডিওলজি বিভাগের আইসিইউতে নিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত রকম প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত নটা বেজে ২২ মিনিটে তিনি লোকান্তরিত হন। তাঁর অসুস্থতার খবর শুনে দ্রুত হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাবার অল্পসময় পরই তাঁর মৃত্যুসংবাদ ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। পঞ্চায়েত মন্ত্রীর মৃত্যুতে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!