বাংলা মায়ের সম্মানরক্ষায় হাতে অস্ত্র তুলে নিতেও পিছপা হবেন না হেভিওয়েট মন্ত্রী!! মেদিনীপুর রাজ্য July 29, 2018 বিজেপির মেদিনীপুরের জনসভায় বাইরের লোক এনে বাংলায় অশান্তি তৈরি করার ছক তৈরি করছে বিজেপি। ভিনরাজ্য থেকে গাড়ি করে লোক এনে সভা ভরাবার চেষ্টা হয়েছে তার প্রমাণও রয়েছে। বিজেপি রাজ্যে সাম্প্রদায়ীকতার বীজ বুনছে। মেদিনীপুরে তৃণমূলের জনসভায় এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে এও জানিয়ে দিলেন এই অরাজকতা তাঁরা চলতে দেবেন না। তাঁর কথায় “আমরা বাংলা মায়ের দামাল ছেলে, শান্তিপ্রিয়। কিন্তু শত্রু হানা দিলে বাংলা মায়ের সম্মান রক্ষায় আমরা চুপ থাকব না। আমরাও অস্ত্র তুলে নিতে জানি। মা তোমার ভাবনা নেই।” আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। এই অভিযোগের সমর্থনে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ দাখিল করার কথাও বলেন। তিনি বলেন ভিনরাজ্য থেকে যে লোক আনা হয়েছে তার প্রমাণস্বরূপ গাড়ির নম্বরও ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া যাবে। তখনই বোঝা যাবে নিজেদের সভা ভরাতে বিজেপি কতদূর দুর্নীতির আশ্রয় নিয়েছে। এদিন সভায় চাঁচাঁছোলা ভাষায় বিজেপিকে তীব্র আক্রমন করেন তৃণমূল নেতা নেত্রী গণ। আপনার মতামত জানান -