এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল নেত্রীকে ফোন হেভিওয়েট নেতার, নতুন করে গতি পাচ্ছে ফেডারেল ফ্রন্টের ভাবনা

তৃণমূল নেত্রীকে ফোন হেভিওয়েট নেতার, নতুন করে গতি পাচ্ছে ফেডারেল ফ্রন্টের ভাবনা

বিজেপি বিরোধীতায় এবার বঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে আরো এক ধাপ এগিয়ে দিলেন বর্ষীয়ান নেতা চন্দ্রবাবু নাইডু। চলতি মাসের ২২ তারিখ দিল্লির অন্ধ্রভবনে বিজেপি বিরোধী নেতাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আর সেই বৈঠকেই আমন্ত্রণের জন্যে এই মুহূর্তেই বিজেপি বিরোধীতার অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন নায়ডু। জানুয়ারিতে বঙ্গের নেত্রীর ডাকা বিগ্রেড সমাবেশ নিয়েও তাঁদের কথা হতে পারে বলেও জল্পনা চলছে।

এর আগের দিনই বিজেপি-বিরোধী মঞ্চের অন্যতম শরিক স্ট্যালিনের সঙ্গেও দেখা করেন চন্দ্রবাবু। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ব্যাপারে যোগাযোগ করেন। এ প্রসঙ্গে জানালেন,‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। ওঁর সঙ্গেও এ বার দেখা করতে যাচ্ছি।’’

রাজনৈতিক সূত্রের খবর,আগামী ১৮ নভেম্বর অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত থাকবেন নানান কর্মসূচির কারণে। তাই ১৮ তারিখ এর মধ্যে বৈঠকে বসার জন্যে কোনো দিন নির্ধারণ করা হচ্ছে না। ১৯ বা ২০ তারিখ নেত্রীর সঙ্গে আলোচনায় বসা হবে বলেই কংগ্রেস নেতা অশোক গহলৌতের সঙ্গে বৈঠকে বসার পর জানালেন তেলেগু দশম নেতা।

স্ট্যালিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই স্ট্যালিনের সঙ্গে যোগাযোগ করেই বিজেপি বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার স্পষ্ট বার্তা দিলেন চন্দ্রবাবু নাইডু। অন্যদিকে যোগাযোগ করার চেষ্টা করেছেন কট্টর বিজেপি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

এ ব্যাপারে তৃণমূল নেত্রী কোনো মন্তব্য না করলেও দলীয় এক শীর্ষনেতার বক্তব্য,বিজেপি বিরোধীতায় জোট গঠন করতে সবার আগে যিনি উদ্যোগ নিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয়টিতে নজর দিয়েই অবিজেপি জোট গঠন মজবুত করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

অন্যদিকে,শাসকবিরোধী জোট গঠনে অবিজেপি দলগুলোর ব্যস্ততা দেখে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা। বক্তব্যে জানালেন,‘‘নায়ডু দেখা করতেই পারেন, তবে জগা-খিচুড়িতে আর আস্থা নেই মানুষের। এঁদের এক একটি দল এক এক রাজ্যে শক্তিশালী। সেই রাজ্যের বাইরে তাদের কোনও অস্তিত্ব নেই। সুতরাং এই জোট অসম্ভব।’’

তবে বিজেপি বিরোধী এই জোট গঠন নিয়ে স্পষ্টভাবে নিজের মতামত জানাতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এ প্রসঙ্গে আগ বাড়িয়ে কিছু বলতে আপত্তি তাঁর। জানালেন,কংগ্রেস সর্বভারতীয় একটি দল। বিজেপি বিরোধী জোটে দলের অবস্থান কী হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধীর।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এখানে প্রদেশ কংগ্রেস বা নেতাদের মতামতের কোনো গুরুত্ব নেই,এমনটাই জানালেন তিনি। তবে নাইডু কিন্তু এদিনও বিজেপি-বিরোধী জোটের রাহুল গান্ধীর নেতৃত্বই চান,এমনটাই সাফ কথায় জানিয়েছেন। এই প্রেক্ষিতে রাহুল কী সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে চর্চা চলছে দলীয় অন্দরে। অন্যদিকে বিজেপি বিরোধী যে শক্তিশালী ঝড়ের আগাম বার্তা পাওয়া গেল তার পরিপ্রেক্ষিতে বিজেপির কী রণকৌশল নেবে সেটা নিয়েও চাপানউতোর চলছে গেরুয়াশিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!