এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতা সরকারের নামেই বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল বিধায়ক

মমতা সরকারের নামেই বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল বিধায়ক


বিধানসভায় বাজেট আলোচনায় বেফাঁস মন্তব্য করে নিজের দলকে অস্বস্তিতে ফেললেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়।এদিন তিনি নিজের সরকারের নাম অভিযোগ করে বলেন যে , ‘উচ্চশিক্ষার জন্য টাকা আসে, কিন্তু সরকার কাজ করে না।’ যা নিয়ে শুরু বিতর্ক।বিধানসভায় বাজেট নিয়ে তর্ক বিতর্ক চলাকালীন সুর চড়ান রবিরঞ্জনবাবু।তিনি হঠাৎ বলেন,‘কিছু কিছু সময়ে এমন কিছু খারাপ ঘটনা শিক্ষাক্ষেত্রে ঘটছে, তাতে আমাদের দুঃখ হয়। এসব বিষয়গুলো দেখা উচিত। উচ্চশিক্ষার টাকা আসে। কিন্তু সরকার কাজ করে না।’পাশাপাশি তিনি আরো বলেন যে, ‘ কোয়ালিটি এডুকেশনের জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা কি তা চোখে পড়ছে না। যে টা হচ্ছে তা হল ন্যাক। সেটা ইউ জি সির। রাজ্য সরকার কি করছে? শুধু টাকা খরচ করাটাই সরকারের একমাত্র কাজ নয়। টাকাতো সরকার কে দিতেই হবে। কিন্তু উচ্চশিক্ষার মান উন্নয়ন না করা গেলে তার কোন মানে হয় না।’এদিন তাঁর গলায় প্রেসিডেন্সির মান নিয়েও অভিযোগের সুর সোনা গেলো। তিনি বললেন, ‘প্রেসিডেন্সি তৈরি হয়েছিল শিক্ষন ও কলিকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল গবেষনার জন্য। এখন তার মান অনেকটাই কমেছে। শিক্ষামন্ত্রী চেষ্টা করছেন না এমনটা বলছি না।কিন্তু চেষ্টার কোন সুফল দেখতে পাচ্ছি না।’ স্বাভাবিকভাবেই এহেন বিস্ফোরক অভিযোগে সরকারের অস্বস্তি বাড়লো নলেই মনে করছে রাজনৈতিকমহল। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত দলের তরফ থেকে কোনো পতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!