এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শারীরিক অবস্থার অনেকটাই অবনতি তৃণমূল বিধায়কের, উদ্বিগ্ন সকলে

শারীরিক অবস্থার অনেকটাই অবনতি তৃণমূল বিধায়কের, উদ্বিগ্ন সকলে


ধীরে ধীরে কি অবস্থার অবনতি হচ্ছে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের? গত 22 মে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন এই তৃণমূল বিধায়ক। আর তার পরদিনই তাকে ই এম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তীব্র শ্বাসকষ্টের জন্য বর্তমানে ভেন্টিলেটরে রাখা হয়েছে এই তৃনমূল বিধায়ককে। তবে যত দিন যাচ্ছে, ততই তার অবস্থা সংকটজনক হয়ে উঠছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি তিনি একটি কাজে দুর্গাপুরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্টে করোনা পজিটিভ চলে আসে।আর এতেই তীব্র গুঞ্জন তৈরি হয়। শাসকদলের বিধায়কের শরীরে করোনা ভাইরাস বাসা বাধায় রীতিমতো আতঙ্ক তৈরি হয় সর্বত্র। তবে শুধু তমোনাশ ঘোষ নয়, কিছুদিন আগে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর শরীরেও করোনা ভাইরাস বাসা বাঁধে। যা নিয়ে আরো চাঞ্চল্য তৈরি হয়। আর এমতাবস্থায় সেই তমোনাশ ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিন্তা বাড়ছে সকলের।

 

প্রসঙ্গত, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই তমোনাশ ঘোষের বাড়ি। ওই পাড়ায় অনেকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!