এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে ফেরার ব্যাপারে কি মুশকিল-আসান দলের মহাসচিব? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ক্রমশ বাড়ছে দলবদলুদের ভিড়

তৃণমূলে ফেরার ব্যাপারে কি মুশকিল-আসান দলের মহাসচিব? পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ক্রমশ বাড়ছে দলবদলুদের ভিড়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদা ছিলেন শিক্ষা মন্ত্রী, এখন শিল্পমন্ত্রী হয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তৃণমূলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বিরোধী দলের সময়ও এই বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি। মিষ্টভাষী হওয়ার কারণে দলের সকলের সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো। এবার বিজেপির পরাজয়ের পর তীব্র ভাঙ্গন শুরু হয়েছে দলে। একের পর এক দলবদল করা নেতা-নেত্রী বিজেপি ছেড়ে আবার তৃণমূল আসার মনস্থ করেছেন। এই পরিস্থিতিতে তাঁরা দ্বারস্থ হচ্ছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।

কলকাতার নাকতলা স্থিত পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ‘বিজয়কেতন’ হয়ে উঠেছে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাওয়া দলবদলু নেতা-নেত্রীদের ঠিকানা। যারাই, বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চাইছেন, তাঁরাই উপস্থিত হচ্ছেন এখানে। গত গত রবিবার মাতৃহারা হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে তাঁকে সান্তনা দিতে ও সামাজিকতার কারণেও অনেকে আসছেন তাঁর বাড়িতে। তবে, তাঁর বাড়িতে খুব বেশি করে আসতে শুরু করেছেন দলত্যাগী তৃণমূলের প্রাক্তন নেতা-নেত্রীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের এই বাড়িতে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। এখন তৃণমূলে প্রত্যাবর্তনের চেষ্টায় আছেন। জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায়কে সান্তনা দিতে, সহমর্মিতা দেখাতে এসেছিলেন তিনি। তাঁর সঙ্গে কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি। তবে অনেকেই মনে করছেন যে, তৃণমূলের ফেরার চেষ্টাতেই তিনি গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।

অন্যদিকে, গত সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার পর শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, নারদ কান্ডে গ্রেফতার হবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন, তাতে তাঁরা কৃতজ্ঞ আছেন। আবার, গতকাল মুকুল রায়, শুভ্রাংশু রায় সেখানে যান। জানা যায়, তাঁদের সঙ্গে বেশ কিছু নেতাও গিয়েছিলেন, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার চিন্তাভাবনা করছেন। মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত হলেও এখনও তাদের দলে ফেরানোর ব্যাপারে সবুজ সঙ্কেত আসে নি। তাই শেষ পর্যন্ত দ্বারস্থ হয়েছেন দলের মহাসচিবের।

আবার ইতিমধ্যে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে, তাঁকে সমবেদনা জানাতে তিনি সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন। আবার, একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার পূর্বে বা তৃণমূলের প্রতি ক্ষুব্ধ হলে বহু নেতা-নেত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন। এবার তৃণমূলে ফেরার চেষ্টায় তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হতে শুরু করেছেন। সেজন্য ক্রমশ ভিড় বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের বিজয় কেতন বাড়িতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!