এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূল নেতাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকলে বিপদ আসন্ন, জানালেন দিলীপ

তৃণমূল নেতাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকলে বিপদ আসন্ন, জানালেন দিলীপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। সারদা থেকে নারদা বিভিন্ন ইস্যুতে এমনিতেই তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি থেকে শুরু করে হেভিওয়েট নেতাদের নাম জড়িয়েছে। আর এবার তৃনমূল নেতাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পর্ক নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, মঙ্গলবার চিংড়িঘাটায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ‌। আর সেখানেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ করতে দেখা যায় তাকে।

এদিন দিলীপ ঘোষ বলেন, “ক্ষমতায় এলেই দিয়ে তৃণমূল নেতাদের সম্পত্তি খুজে বের করব। সকলকে জেলের ভাত খাওয়ানো হবে। রাজ্যে বেশকিছু তৃণমূল নেতাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পর্ক রয়েছে।” অর্থাৎ দিলীপ ঘোষ এই কথা বলে বুঝিয়ে দিতে চাইলেন যে, রাজ্যের শাসকদলের নানা নেতাদের সম্পর্কে আয়ের সঙ্গে সঙ্গতিহীন অনেক বিষয়ে অভিযোগ রয়েছে। এমনিতেই তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়, বিভিন্ন অর্থনৈতিক কেলেঙ্কারি মামলায় তৃণমূল নেতাদের জোর করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগকে বারবার নস্যাৎ করা হয়েছে।

তারা পাল্টা দাবি করেছে, আইন আইনের পথে চলছে। রাজ্যে অনেক তৃণমূল নেতা অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত। সময় এলে তারা সকলেই ধরা পড়বেন। আর এবার বিজেপিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয় কর্মসূচিতে গিয়ে ক্ষমতায় এলে ইডি দিয়ে তৃণমূল নেতাদের সম্পত্তি খুঁজে বের করা হবে বলে বিস্ফোরক মন্তব্য করলেন। যাকে কেন্দ্র করে রীতিমত টালমাটাল রাজ্যের রাজনৈতিক মহল।

এদিকে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গকে গুজরাটের মত বানানো হবে বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি। পাশাপাশি রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করান মেদিনীপুরের বিজেপি সাংসদ। তবে দিলীপ ঘোষের এতসব বক্তব্যের মধ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল নেতাদের সঙ্গে সঙ্গতিহীন সম্পর্ক খুঁজে বের করার বক্তব্যকে কার্যত তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। বিরোধীরা অবশ্য দাবি করছে, ক্ষমতায় আসার আগেই যদি বিজেপি রাজ্য সভাপতি এই ধরনের প্রতিহিংসামূলক বক্তব্য পোষণ করতে শুরু করেন, তাহলে ক্ষমতায় এলে তারা ঠিক কী কী করবেন, তা তাদের বক্তব্য থেকেই পরিষ্কার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাংলার মানুষ এই সমস্ত কিছু মেনে নেবে না। তবে বিজেপির পক্ষ থেকে অবশ্য পাল্টা বলা হচ্ছে, দিলীপবাবু এই কথা বলে অন্য কিছু নয়। বরঞ্চ তিনি বোঝাতে চেয়েছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করবে ভারতীয় জনতা পার্টি। অর্থ্যাৎ নিজের বক্তব্যের মধ্য দিয়ে দিলীপবাবু তৃণমূল নেতাদের বিরুদ্ধে বক্তব্য রাখলেও, তাকে কার্যত অন্য মোরক দিতে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি।

তবে যদি সত্যি সত্যিই বিজেপি ক্ষমতায় আসে, তাহলে দিলীপ ঘোষের এই কথা অনুযায়ী তৃণমূল নেতাদের সঙ্গে সঙ্গতিহীন সম্পর্কের দিকে নজর দিতে শুরু করলে রাজ্য রাজনীতিতে ঝড় উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু তার আগে সকলেরই নজর রয়েছে 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে। তাই আগামী দিনে সেই নির্বাচনের ভোটবাক্স খোলার পর কারা শেষ হাসি হাসে এবং তারপর কোন দিকে এগোয় বাংলার গতিপ্রকৃতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!