এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার বাইরেও ঘাসফুল ফোটাতে তৃণমূল নেত্রীর বড় ঘোষণা – জেনে নিন বিস্তারিত

বাংলার বাইরেও ঘাসফুল ফোটাতে তৃণমূল নেত্রীর বড় ঘোষণা – জেনে নিন বিস্তারিত


গতকালের ঘোষণা মত বাংলা থেকে ৪২ এ ৪২ করতে আজ কালীঘাটে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেন পার্টি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, ঘাসফুলের আসনসংখ্যা বাড়াতে শুধু বাংলাই নয়, ২০১৪ সালের মত বাংলার বাইরের রাজ্যেও এবার প্রার্থী দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, তিনি জানিয়েছেন উত্তরপ্রদেশ, রাজস্থান বা পাঞ্জাবের মত রাজ্যে তিনি সুযোগ থাকা সত্ত্বেও প্রার্থী দিচ্ছেন না, কেননা তিনি চান না ‘ভোট কাটাকাটির অঙ্কে’ ওই সব রাজ্যে তাঁর বন্ধু আঞ্চলিক দলগুলি হেরে যাক।

প্রসঙ্গত, ২০১৪ সালেও তৃণমূল কংগ্রেস বাংলার বাইরে একাধিক আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু, ওই সব আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এখন দেখার এই নির্বাচনে সেই ফলের কোনো পরিবর্তন করতে পারেন কিনা তৃণমূল নেত্রী। একনজরে দেখে নিন, বাংলার বাইরে অন্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. ঝাড়খণ্ড (মোট তিনটি আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস)
জামশেদপুর – অঞ্জনা মাহাতো
রাজমহল – মন্ডল হাঁসদা
রাঁচি – সঞ্জয় কুমার পাণ্ডে

২. আন্দামান (মোট একটি আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস)
আন্দামান ও নিকোবর – অয়ন মণ্ডল

৩. অসম (মোট ছয়টি আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস)
করিমগঞ্জ – চন্দন দাস
শিলচর – হিতব্রত রায়
ধুবড়ি – নুরুল ইসলাম চৌধুরী
কোকরাঝার – কমলাকান্ত দাইমারি
বারপেতা – আশাহক আলি দেওয়ান
গুয়াহাটি – মনোজ কুমার শর্মা

৪. বিহার (মোট দুটি আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস)
কিষাণগঞ্জ – জাভেদ ইসলাম খান
মহারাজগঞ্জ – সুনীল সিংকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৫. ওড়িশা (মোট দুটি আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস)
ভদ্রক – অগ্নি চরণ জেনা
ভুবনেশ্বর – শুভ্রাংশু শেখর পধী

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!