এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিকে বড় ধাক্কা দিয়ে ‘ঘরের ছেলেকে ঘরে’ ফিরিয়ে নিল তৃণমূল

বিজেপিকে বড় ধাক্কা দিয়ে ‘ঘরের ছেলেকে ঘরে’ ফিরিয়ে নিল তৃণমূল

কোচবিহারের শচীন অধিকারীর পর এবার পুরুলিয়ার মনিকা মাহাতো – অল্প দিনের জন্যে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েও আবার ফিরে এলেন পুরোনো দল তৃণমূল কংগ্রেসে। মাত্র কয়েক ঘন্টা আগে যে মনিকা মাহাতো তৃণমূল কংগ্রেসের বিরোধীতা করে বিজেপি দলের ছত্রছায়ায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি শিবিরের পক্ষে রণকৌশল প্রস্তুত করছিলেন, সেই তিনিই আচমকা বিজেপিকে স্তম্ভিত করে তৃণমূল কংগ্রেসে পুনরায় যোগদান করলেন। শনিবার পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা মাহাতোকে সাদরে বরণ করে নেওয়া হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করে মনিকা মাহাতো বলেন, দলের প্রতি অভিমান হওয়াতেই আমি বিজেপিতে পা বাড়াই, কিন্তু তৃণমূল মর্যাদা ফিরিয়ে দেওয়ায় ঘরে ফিরলাম। প্রসঙ্গত, পুরুলিয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা মাহাতো নিজেই বিজেপি অফিসে হাজির হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নিজের যাবতীয় অসন্তোষ উগরে দিয়ে বিজেপিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করে বলেছিলেন, আমাকে পদে বসিয়ে রেখে পঞ্চায়েত সমিতির সভাপতির কাজ চালাতেন সহ সভাপতি। আমার কোনও স্বাধীনতা ছিল না। তাই আমি দল ছাড়তে বাধ্য হচ্ছি। স্বভাবতই পরপর দুই হেভিওয়েট নেতা-নেত্রী শাসকদল থেকে এসেও আবার শাসকদলেই ফিরে যাওয়ায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!