রাজনৈতিক ভেদাভেদ ভুলে এবার বিজেপির পাশে তৃণমূল রাজ্য January 23, 2018 রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অসুস্থ হয়ে পড়েন গত রবিবার সন্ধ্যায়। এবং গতকাল তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল সন্ধেবেলায় মুখ্যমন্ত্রী দিলীপবাবুর আপ্ত -সহায়কের সাথে কথা বলেন দিলীপবাবুর শারীরিক পরিস্থিতি জানতে। পাশাপাশি সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য সব রকমের সাহায্যের কথাও বলেন তিনি। আর আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দিলীপবাবুকে দেখতে স্বয়ং হাসপাতালে পৌঁছে গেছেন। দিলীপবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে গেছেন বলে জানা গেছে।রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিজেপির এই সংকটের দিনে পাশে দাঁড়ালো তৃণমূল। আপনার মতামত জানান -