এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে এবার কালিপূজোতেই নিজের “শক্তির” পরিচয় দিতে চান এই হেভিওয়েট নেতা

তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে এবার কালিপূজোতেই নিজের “শক্তির” পরিচয় দিতে চান এই হেভিওয়েট নেতা

দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের শেষ কথা বলে পরিচিত বিপ্লব মিত্র বেশ কিছুদিন হয়ে গেল বিজেপিতে যোগদান করেছেন। কিন্তু মিত্র পরিবারের মেজ ছেলে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলে থাকার সময় শেষ কথা বলেও বিজেপিতে যোগদানের পর থেকে তার ক্যারিশ্মা দিনকে দিন কমে আসতে শুরু করেছে বলে দাবি তৃণমূলের।

তবে নিজের ক্লাব বলে পরিচিত তরুণের আহ্বান ক্লাবে কালীপুজোর মধ্যে দিয়ে এবার নিজের শক্তি প্রদর্শন করতে চাইছেন বর্তমান বিজেপি নেতা বিপ্লব মিত্র। বস্তুত, দক্ষিণ দিনাজপুর জেলায় সবথেকে ভালো শক্তি আরাধনা হয় গঙ্গারামপুরে। সেদিক থেকে এতদিন তৃণমূলে থেকে বিপ্লববাবু এই তরুণের আহ্বান ক্লাবের সভাপতির দায়িত্ব সামলে দর্শনার্থীদের কালীপুজোয় নানা উপহার দিলেও এবার বিজেপিতে যোগ দিয়ে তিনি কি তার প্রভাব প্রতিপত্তি অতটা দেখাতে পারবেন! তা নিয়ে প্রথম থেকেই জল্পনা সৃষ্টি হয়েছিল।

বিশেষ সূত্রের খবর, দল বদলালেও নিজের প্রভাব-প্রতিপত্তি কমেনি বিপ্লব মিত্রের। আর তাইতো কালীপুজোয় তরুণের আহ্বান ক্লাবের সভাপতি হিসেবে নিজের ক্লাবে বিগ বাজেটের পুজো করে একদিকে যেমন নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের ভিত নাড়িয়ে দিতে চাইছেন তিনি, ঠিক তেমনই শক্তি আরাধনা করে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নতুন করে নিজের রাজনৈতিক শক্তি নিয়ে পথেও নামতে চাইছেন তিনি বলে মত একাংশের।

জানা গেছে, হোগলা পাতা, বাহারি গাছ, পাটকাঠি, পাট, ঝাউপাতা দিয়ে এবারে তরুণের আহ্বান ক্লাবের পূজো মন্ডপ সাজানো হবে। মন্ডপের মধ্যে সমুদ্রের মধ্যে দ্বীপের ভেতর জারোয়া সম্প্রদায়ের সমাজজীবন প্রত্যক্ষ করবেন দর্শনার্থীরা। ইতিমধ্যেই গঙ্গারামপুরের মৃৎশিল্পী কালী প্রতিমা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও এই কালীপুজোকে কেন্দ্র করে তরুনের আহ্বান ক্লাবের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তরুনের আহ্বান ক্লাবের সভাপতি তথা বর্তমান বিজেপি নেতা বিপ্লব মিত্র বলেন, “বরাবরই আমার ক্লাব জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে কালীপুজোর আয়োজনে একটা আলাদা জায়গা করে নেয়। এবারেও তার কোনো পরিবর্তন হবে না। আমি বিজেপিতে যোগদান করেছি। আমার ক্লাবের অনেক সদস্যও বিজেপিতে যোগদান করেছেন। এবারে আরও বড় করে কালীপুজো করা হবে। আমরা বুঝিয়ে দেব যে বিপ্লব মিত্র ও তার সহযোগীদের বিন্দুমাত্র গুরুত্ব এই জেলায় কমেনি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপিতে যোগদান করার পর সেইভাবে বিপ্লব মিত্র তার প্রভাব প্রতিপত্তি না দেখাতে পারলেও এবার নিজের ক্লাব তরুনের আহ্বানে শক্তি আরাধনার মধ্যে দিয়ে বিগ বাজেটের পুজো করে তিনি জেলায় তারই প্রাক্তন দল তথা বিরোধীশক্তি তৃণমূল কংগ্রেসকে বড় মাপের বাত্রা দিতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে নিজের ক্লাবে বিগ বাজেটের পুজো করে মায়ের কাছে প্রার্থনা করে বিপ্লববাবু অতীতের মতো নিজের রাজনৈতিক শক্তি নিয়ে আবার কালীপুজোর পর দক্ষিণ দিনাজপুর জেলার সক্রিয় রাজনীতির রাজনীতির ময়দানে নামতে পারেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!