এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার খোদ অভিষেকের খাসতালুকে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়ক! বিধানসভার আগে আরও অস্বস্তিতে শাসকদল

এবার খোদ অভিষেকের খাসতালুকে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়ক! বিধানসভার আগে আরও অস্বস্তিতে শাসকদল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের দলের প্রতি অসন্তোষ জানানোর কথা জানা গিয়েছিল। সেখানে বিরোধীদের তরফে এটাই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণ, সেই কথাও বারবার বলা হয়। এমন পরিস্থিতির মধ্যে শুভেন্দু অধিকারীর দল ছাড়ার ঘটনা সেই আগুনে ঘি ঢেলেছে বলেই মনে করা হয়েছিল।

তবে কিছুদিন আগেই তৃণমূলের আরও এক বিধায়ক শীলভদ্র দত্তের একটি ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বলে জানা গেছে। সেখানে প্রথমে ‘মুক্ত হাওয়ার’ কথা লিখলেও পরে ওই পোস্ট করোনাকালের কথা ভেবেই তিনি করেছিলেন, এমনটাই জানান। যদিও এখানে দলের জেলা যুব নেতৃত্ব দাবি করেছে যে, তাঁকে নিয়ে অযথা সব চাপানউতোর তৈরি হচ্ছে।

তবে সম্প্রতি এরই মধ্যে ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদারের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ওই বিধায়ক ফেইসবুকে লিখেছিলেন যে, বারবার সংবাদ শিরোনাম দেখে তিনি নিশ্চিন্ত হয়েছেন যে ডায়মন্ডহারবার বিধানসভায় নতুন বিধায়ক তৈরি হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর মতে, “খুব ভাল। বিধায়ক মহাশয় চালিয়ে যান।ডায়মন্ডহারবারের গণদেবতারা সব দেখছেন। ঠিক সময়ে সব উত্তর পেয়ে যাবেন।” তবে কাকে উদ্দেশ্য করে তিনি এমন পোস্ট করেছেন, তা নিয়ে শনিবার তাঁকে জিজ্ঞাসা করা হলে কারও নাম করেন না তিনি। তাঁর কথায়, “যেটা সত্যি সেটাই ফেসবুকে পোস্ট করেছি। সাড়ে চার বছর ধরে ডায়মন্ডহারবারের মানুষ সেটাই দেখছেন।”

তবে তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে জানা গেছে, কোনও সরকারি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ না জানানোয় এবং তাঁকে নিষ্ক্রিয় রাখাতে, সেই ক্ষোভ থেকেই তিনি সম্ভবত এমন কাজ করেছিলেন। অন্যদিকে, এদিনই বিধায়কের অনুগামীদের ফেসবুকে তাঁর ছবি দিয়ে আরও একটি পোস্ট করতে দেখা গেছে। তাতেও লেখা ছিল, ‘আমরা দাদার অনুগামী।’

শুধু তাই নয়, একই সঙ্গে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ নিয়েও বিধায়ক দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে। এদিন তিনি মন্তব্য করেন যে, “খুবই দুঃখজনক ঘটনা।” যদিও এখনই এর বেশি কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবুও শুভেন্দু অধিকারীর পদত্যাগের পর যেভাবে দলের নেতা মন্ত্রীদের মধ্যে অসন্তোষের যে ধিকি ধিকি আগুন জ্বলছিল, সেটায় হওয়া লেগেছে, সেটাই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!