এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃনমূল প্রার্থীর ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে ধর্নায় পার্থ!

তৃনমূল প্রার্থীর ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে ধর্নায় পার্থ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চতুর্থ দফা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর আক্রমণ হতে শুরু করেছে। কোথাও বিজেপি প্রার্থীর ওপর, আবার কোথাও বা তৃণমূলের প্রার্থীর ওপর আক্রমণের ঘটনায় নিঃসন্দেহে উত্তেজনা বাড়ছে। আর এবার নির্বাচনের আগে কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মনের ওপর হামলার অভিযোগ উঠেছে। যে ঘটনায় মূল অভিযোগের আঙুল উঠেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই নির্বাচনের আগে দলীয় প্রার্থীর ওপর হামলার ঘটনায় রীতিমত ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন তৃণমূল প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মনের ওপর হামলা করা হয়। যেখানে তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আর এরপরই গোটা ঘটনার প্রতিবাদে মহকুমা শাসকের দপ্তরে সামনে ধর্নায় বসে পড়েন জেলা তৃণমূল সভাপতি তথা শীতলকুচির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের দাবি, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটিয়ে বিজেপি এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। যদিও বা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। তাদের পাল্টা দাবি, ভোটের আগে পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল নাটক করছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে শুরু করেছে।

নির্বাচন কমিশন এবারের নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা বললেও, তৃতীয় দফার নির্বাচনের পর থেকেই বিভিন্ন এলাকা উত্তপ্ত হতে দেখা যাচ্ছে। যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থীদের উপর আক্রান্তের ঘটনা ঘটছে। আর এবার মাথাভাঙ্গার তৃণমূল প্রার্থী আক্রান্ত হতেই যেভাবে ধর্নায় বসে পড়লেন জেলা তৃনমূলের সভাপতি পার্থপ্রতিম রায়, তাতে বিজেপি অনেকটাই অস্বস্তিতে পড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!