এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে মহানগর নিয়ে বিশেষ পদক্ষেপ পুলিশের

নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে মহানগর নিয়ে বিশেষ পদক্ষেপ পুলিশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে তৃতীয় দফার নির্বাচনের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে, যা কপালে যথেষ্ট ভাজ ফেলেছে পুলিশ ও প্রশাসনের। তাই এবার চতুর্থ দফার নির্বাচনের আগে বিশেষ সতর্ক পুলিশ। আর চতুর্থ দফাতে নির্বাচন হতে চলেছে খোদ মহানগর কলকাতাতে। মহানগর কলকাতার বেশ কয়েকটি কেন্দ্রে আগামীকাল রয়েছে ভোটগ্রহণ। কলকাতা পুলিশের ২৫ টি থানা এলাকায় রয়েছে ভোট। নির্বাচনের মুখে মহানগরকে শান্তিপূর্ণ রাখতে বিশেষ পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।

নির্বাচনে মহানগরের নিরাপত্তাকে নিশ্ছিদ্র করতে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে পুলিশ কমিশনার সৌমেন মিত্রর বৈঠক চলে। আবার, কলকাতায় আনা হয়েছে ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যারা নির্বাচনের সময়ে কাজ করবেন। আবার, কেন্দ্রীয় বাহিনী মহানগরের বিভিন্ন অংশে রুট মার্চ করবে। কোথাও কোনো গন্ডগোলের খবর এলেই দ্রুত পৌঁছে যাবে পুলিশ। আগামীকাল দক্ষিণ শহরতলি, বেহালা ও মেটিয়াবুরুজের কয়েকটি বিধানসভা কেন্দ্রে চলবে ভোটগ্রহণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামীকাল অতিরিক্ত সাড়ে ৪ হাজার পুলিশকে নামানো হবে কলকাতায়। ৯৪ টি কুইক রেসপন্স টিম গঠন করা হবে। আবার, সমগ্র মহানগরজুড়ে ঘোরাফেরা করবেন কোলকাতা পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ আধিকারিকদের সঙ্গে থাকবেন ৩৩ জন ডেপুটি কমিশনার। রাস্তায় থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে। আবার নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের নির্দেশে দক্ষিণ শহরতলির দু’টি থানার ওসিদের বদলী করা হলো।

এদিকে ভোটের পূর্বেই তৃণমূল ও বিজেপির ব্যাপক সংঘর্ষ দেখা গেল চেতলা মোড় এলাকায়। দুই দলের সংঘর্ষ, অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিজেপির অভিযোগ, ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের ফ্লেক্স, ব্যানার ছিড়ে দিয়েছে তৃণমূল। এরপর এই ঘটনায় থানায় অভিযোগ জানান বিজেপি কর্মীরা। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষ বাধে। ইটবৃষ্টি শুরু হয়, ভাংচুর চলে গাড়িতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!